শ্রীভূমির হাসানপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত দের সংবর্ধনা সভা!

যুব বিচিত্রা প্রতিনিধি, শ্রীভূমি, ২৪ আগস্ট :- উত্তর করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত হাসানপুর জিপির নয়াগ্রামে অনুষ্ঠিত সম্বর্ধনা সভা। শ্রীভূমির হাসানপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত দের নিয়ে আয়োজিত এই সংবর্ধনা সভায় স্থানীয় মুরব্বী সহ বুদ্ধিজীবী রা সামিল ছিলেন। অন্যান্য দের মধ্যে ছিলেন বদরপুর চৈতন্যনগর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি ভূপাল রায় এবং সহ সভানেত্রী শিল্পী দাস, হাসানপুর জিপির সহ-সভানেত্রী সুপ্রিয়া পারভিন ,

প্রাক্তন সভাপতি তথা বর্তমান ওয়ার্ডসদস্য সুখময় নাথ , কাঞ্চন রায় , আসাম রাজ্যে র জল মিত্র অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাপ্পন নমঃশূদ্র, শ্রীভূমি জেলা এস সি বোর্ডের প্রাক্তন সদস্য অজয় দাস, মালুয়া শ্রী গৌড়ী মন্ডল এসসি মোর্চার সভাপতি ঝন্টু দাস , সুদর্শন রায় সহ প্রমুখ। এদিনের সংবর্ধনা সভায় গাঁও পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোকপাত করা হয়।