যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ০৮ আগস্ট :- পঞ্চায়েত রাজ গঠনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব এবং ভূমিকা নিয়ে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ৫ দিন ব্যাপী এই শিবিরের মুখ্য উদ্দেশ্য ছিল

নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি দের সরকারের বতর্মান নিয়মাবলী, বিভিন্ন প্রকল্পের রূপায়ণ এবং সংশোধনী আইন শৃঙ্খলা সম্পর্কিত বিষয় বস্তুর আলোকপাত।এতে প্রতিনিধিরা যাহাতে জনগণের সেবায় নিজেকে নিখুঁত ভাবে নিয়োজিত রাখতে পারে এই উদ্যেশ্যে নিয়ে সরকারের পরিকল্পনা।
৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মোট ১৮ টি বিভাগের আধিকারিক রা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি দের সঙ্গে।
হাইলাকান্দি জেলার আলগাপুর এক্সটেনশন সেন্টারে আয়োজিত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুধু মাত্র পঞ্চায়েত সদস্য এবং জিপির সহ সভাপতি দের নিয়েই সম্পন্ন হয়েছে। পরবর্তী তে জিপি সভাপতি এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দের নিয়ে জেলায় হবে প্রশিক্ষণ শিবির।

এই শিবিরে জেলার ১০ টি গাঁও পঞ্চায়েতের মোট ৯০ জন গ্রুপ সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন হয়। গত ৪ আগস্ট থেকে আজ ৮ আগস্ট পর্যন্ত আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে ব্যাপক সাড়া ফেলেছে। সক্রিয় ভাবে যোগদান করেছে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি গণ। আজ প্রশিক্ষণ শেষে গ্রুপ সদস্যদের হাতে শংসা পত্র এবং ব্যাগ তুলে দেন প্রশাসনিক আধিকারিক রা।