২১ জুন শিলচরে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সাড়ম্বরে

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর, ২১ জুন :- ১১ তম আন্তজার্তিক যোগ দিবস অনুষ্ঠিত হয় সর্বত্র। শনিবার ২১ জুন আন্তজার্তিক যোগ দিবসে সরকারিভাবে আয়োজন করা হয় রাজ্যের প্রত্যেক জেলায়। কাছাড় জেলার শিলচরে ও অনুষ্ঠিত হয় যোগ দিবস। শিলচর ইণ্ডিয়া ক্লাবের আভ্যন্তরীণ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ১১ তম আন্তর্জাতিক যোগ দিবস। ২১ জুন শনিবার সকাল ৬.৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয় এবং ৭.৪৫ মিনিটে শেষ হয়েছে। করা হয় বিভিন্ন রকমের শরীর চর্চা, প্রাণায়াম সহ প্রয়োজনীয় যোগা। নিজেকে সুস্থ রাখার একমাত্র উপায় ই তাই। এদিন অন্তত ২০০ জনেরও বেশি পুরুষ ও মহিলা আজকের এই যোগ দিবসে অংশ নেন। অন্যতম ভাবে বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রাই বলেন, নিজেকে সুস্থ রাখতে এবং নিজেকে সতেজ রাখতে সর্বদা যোগব্যায়াম বাধ্যতামূলক করুন।


লোকসভা এবং রাজ‌্যসভার দুই সাংসদ যথাক্রমে পরিমল শুক্লবৈদ্য এবং কণাদ পুরকায়স্থ বলেন,
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার ও জেগে উঠেছে ভারত,যোগ প্রাণায়াম অভ্যাসের প্রতি নজর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার শুধু ভারত নয় আজ বিশ্বের ৭৫টি দেশ যোগব্যায়াম অনুশীলন করে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার মাধ্যমে যোগ দিবসের সূচনা হয়েছে।

তবে এই দিবসেই যেন শেষ না হয় প্রতিদিন নিত্যনৈমিত্তিক জীবন যাত্রা শুরু প্রাণায়াম যোগ অভ্যাসের দ্বারাই যেন হয় বরাক উপত্যকা সহ রাজ্যের প্রতিটি মানুষকে এই বার্তা দিলেন দুই সাংসদ। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুলিশ সুপার নুমাল মাহাতো, কাছাড় জেলা জনসংযোগ বিভাগের কর্মকর্তারা সহ স্থানীয় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ যোগ দিবস অনুষ্ঠিত হতে দেখা যায় শিলচরে। এতে ব্যাপক সাড়া ফেলেছে।