সরাসরি মিঠুন চক্রবর্তী কে পেয়ে আনন্দে আত্মহারা একাংশ মিঠুন প্রেমীরা!
তাপস নাথ, শিলচর ১৮ এপ্রিল: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্য আকর্ষক হিসেবে যোগদান অভিনেতা মিঠুন এর। শিলচর বঙ্গ ভবনে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায় অভিনেতা মিঠুন কে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী অসমের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করেন,আর বলেন বাংলার মুখ্যমন্ত্রী ওয়াকফ্ আইন নিয়ে হিন্দু বিরোধীতা করছেন, আইন নিয়ে সাধারণ মানুষ কে বিভ্রান্ত করছেন মমতা।
মিঠুন চক্রবর্তী আরো ও বলেন মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মার প্রতি জনগণের পূর্ণ আস্থা রয়েছে।
সুপারস্টার মিঠুন চক্রবর্তী শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)এর উদ্যোগে “বরাক সাংস্কৃতিক” উৎসবে যোগ দিতে শিলচরে মূলত মিঠুন চক্রবর্তী।
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বরাক উপত্যকার জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী।
এই অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের বিজেপি জেলা সভাপতি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর আগমন উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা চোখে পড়ে।
অন্যদিকে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী কে সরাসরি পেয়ে আবেগে আপ্লুত বরাকের নবপ্রজন্ম, সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়েন একাংশ রা। সবমিলিয়ে আনন্দময় সন্ধ্যায় আকর্ষণ এর কেন্দ্র বিন্দু হয়ে উঠে বঙ্গ ভবন।