হাইলাকান্দি তে ১২ গ্রাম হিরোইন উদ্ধার, গ্রেফতার ২ সরবরাহকারী

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,২৮মে: হাইলাকান্দি তে ফের জব্দ হেরোইন। আটক ২ পাচারকারী। লালা থানার পুলিশ আবারও মাদকবিরোধী অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে। গোপন সূত্রের ভিত্তিতে, ২৭ মে বিকেল চারটা নাগাদ লালা থানার ওসি রাজেন পাও রংমাই-এর নেতৃত্বে একটি টিম অভিযান চালায় আব্দুল্লাহপুর দ্বিতীয় খন্ড গ্রামে। অভিযানে ১২টি বক্স সহ মোট ১২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল্লাহপুর, দ্বিতীয় খন্ড গ্রামের আলা উদ্দিন লস্কর (৩৫) এবং দিলবার হোসেন মজুমদার (২৮)। স্থানীয়দের মতে জানা গেছে, আলা উদ্দিন ও দিলবার হোসেন দীর্ঘদিন ধরেই এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসপি সুরজিৎ চৌধুরী, লালা সার্কেল অফিসার ভাস্কর জুতি তালুকদার, ডিপক গগৈ, জুয়েল দাস, এবং পুলিশের অন্যান্য কর্মীবৃন্দ। সূত্র অনুযায়ী, গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও মোট ৭৪৮০ টাকা নগদ অর্থও উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই অর্থ ও মোবাইল ফোন মাদক ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছিল। লালা থানার ওসি রাজেন পাও রংমাই জানান, “ মাদকমুক্ত সমাজ গঠনের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরণের অভিযান জারি থাকবে বলে জানায় পুলিশ।হাইলাকান্দি পুলিশ কঠোর হাতে নেশা সামগ্রী দমনে ব্যস্ত।