যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,১৫এপ্রিল: ভারত রত্ন তথা সংবিধান প্রণেতা ড ° বি আর আম্বেদকর এর ১৩৪ তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হয় শিলচর সহ গোটা বরাক উপত্যকায়। সমগ্ৰ ভারতবাসীর সঙ্গে-সঙ্গতি রেখে গত সোমবার শিলচরের শ্রীকোণা স্থিত ও.এন.জি.সি এসসি-এসটি কর্মচারী কল্যাণ সমিতি শিলচর শাখার উদ্যোগে ভারতরত্ন ড° বি.আর.আম্বেদকর এর জন্মবার্ষিকীতে নানা রকম সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। এদিন ওএনজিসির শিলচর শাখা কার্যালয়ের অডিটোরিয়ামে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে দেখা যায়। এদিন অনুষ্ঠানের মূখ্য অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ধলাই বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন দাস, উপত্যকার প্রবীন বিশিষ্ট সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী,এ.কে ওয়ালিয়া, মলিন্দর ভার্মা, অজিত শুক্লবৈদ্য, একে বর্মন মহাশয়েরা মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর শ্রীকোনোর কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ডাঃ বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কিত সঙ্গীত-নৃত্য ও নাটক পরিবেশ করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন অজিত শুক্লবৈদ্য।


তারপর মুখ্য অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও ধলাইর বিধায়ক নীহার রঞ্জন দাস আম্বেদকরের শিক্ষা ও কর্ম জীবন সহ ভারতে উনার অবদান কতটুকু তা নিয়ে দীর্ঘক্ষণ বক্তব্যে রাখেন। অনুষ্ঠান শেষে সর্বভারতীয় এসসি- এসটি কর্মচারী কল্যাণ সমিতি ওএনজিসি শিলচর শাখার তরফ থেকে এসি – এসটি সুবিধাভোগীদের মধ্যে হুইল চেয়ার, ফিল্টার, কম্বল, সুতো, ইত্যাদি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এদিন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ওএনজিসি র কর্মী মিঠুন রায়। ওএনজিসি র এই উদ্যোগ কে এদিন সাধুবাদ জানান উপস্থিত অতিথিরা।


