যুববিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,১৬ এপ্রিল: সমগ্র রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ও ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘অগ্নি নির্বাপক সপ্তাহ’। এই কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে। শেষ হবে আগামী ২০ এপ্রিল।এতে ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি হাতে নিতে দেখা গেছে। ১৪ এপ্রিল সকালেই দমকল দপ্তরের সামনে শহীদ বেদীতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। ১৬ এপ্রিল ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহড়া। এই মহড়ায় অংশগ্রহণ করেন দমকল বাহিনীর সদস্যরা। বিভিন্ন বিপর্যয় মোকাবিলার কৌশল প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এছাড়াও আগামীকাল ১৭ এপ্রিল ধর্মনগরে এক বিশেষ বাইক র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান দমকল দপ্তরের আধিকারিক ধমনজিৎ দেববর্মা। তিনি আরও জানান, ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত “অগ্নি নির্বাপক” সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিকগণ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি সহ অন্যান্যরা। অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিক নিরাপত্তা সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে সতর্ক ও প্রস্তুত থাকার বার্তা দেন। অগ্নিনির্বাপক সপ্তাহ উদযাপনের মাধ্যমে ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে, যা ভবিষ্যতে অগ্নিকাণ্ড জনিত দুর্ঘটনা রোধে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। সবমিলিয়ে সাড়া রাজ্য জুড়ে আয়োজিত এই সচেতনতা এক সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ণায়ক ভূমিকা নেবে বলে ধারণা সচেতন নাগরিকের।
