পর্বত আরোহী পিয়ালী দেব কে সামাজিক সংগঠন এর সংবর্ধনা!

যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট :- ওইকেন্ড ডু এইট এডভানচার ও কন্যা কথা সমাজিক সংস্থার

যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ত্রিপুরার প্রথম নারী হিসেবে ইউরোপের সর্বোচ্চ

শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করা পিয়ালী দেব কে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, পিয়ালী দেব ৩রা আগস্ট রাশিয়ার

সময় ভোর ৬টায়, সফলভাবে আরোহণ করেছেন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস। বিশ্বের সেভেন

স্যামিটসের অন্যতম এই শৃঙ্গ জয়ের মাধ্যমে তিনি ত্রিপুরার প্রথম নারী হিসেবে গড়েছেন এক ঐতিহাসিক রেকর্ড।

তাঁর এই অবদান রাজ্যবাসীর এক গর্ব বলে মতপ্রকাশ বুদ্ধিজীবী মহলের।