ক্ষমতা হাতের মুঠোয় রাখতে মনোনয়ন প্রত্যাহার করতে ফোন যোগে প্রলোভন
যুব বিচিত্রা প্রতিনিধি,হাইলাকান্দি,১৪ এপ্রিল: গোপন কথোপকথন পর্দা ফাঁস বিজেপি নেতার।কি হবে পরবর্তী পদক্ষেপ লক্ষণীয় তাই! পাঁচগ্রামের এক প্রভাবশালী বিজেপি নেতার কল রেকর্ড নিয়ে রীতিমতো রাজনৈতিক জল্পনা তুঙ্গে!
সরাসরি এক নির্দল প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বিভিন্ন রকমের কৌশলী কথোপকথন এর একটি কল রেকর্ড নিয়ে রীতিমতো রাজনৈতিক বাজার গরম হয়েছে পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতে।
কে হবে পরবর্তী সভাপতি পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের? তা নিয়ে ভেঙে পড়েছে প্রাক্তন সভাপতি সূরজ সেন!
দাঁড় করালেন নিজের পত্নী কে ও।
নিজের পত্নীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিপ্রা পাল নামের জনৈক নির্দলীয় প্রার্থী। শিপ্রা পাল কে মনোনয়ন প্রত্যাহার করাতে তাঁর ঘনিষ্ঠদের মাধ্যমে কৌশলী কথোপকথন বিজেপি নেতা সূরজ এর, চমকে গেছেন পাঁচগ্রাম এর একাংশ ভোটার !
উল্লেখ্য,পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা বিজেপি র বলিষ্ঠ কর্মী সূরজ সেনের এই কল রেকডিং বর্তমান হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে তোলপাড় লাগিয়েছে।

ক্ষমতা ধরে রাখতে বিজেপি নেতা সূরজ তাঁর নিজের স্ত্রী প্রিয়া ভৌমিক সেনকে পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের সদস্যা পদে মনোনয়নপত্র জমা করিয়েছেন। তবে এই ওয়ার্ডের গ্রাম পঞ্চায়েত সদস্যা পদে শিপ্রা পাল নামের জনৈক নির্দলীয় প্রার্থী ও গত ১১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন সেই একই ওয়ার্ডে।
এরপর থেকে শিপ্রা পাল একপ্রকারের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন সভাপতি সূরজ এর। কিভাবে শিপ্রা পাল কে প্রত্যাহার করানো যায় মনোনয়ন, সেই ব্যাপারে কলা কৌশল রচনায় ও বিফল সূরজ, বাজারে বেরিয়ে গেল গোপন কথোপকথন এর অডিও কল রেকর্ড। পর্দা ফাঁস,সূরজের।
নির্দলীয় প্রার্থী শিপ্রার ভাতৃকে ফোন করে দেওয়া হয় সবধরনের অফার, এখন লক্ষণীয় বিষয় আদৌও কি সেই অফারে বিক্রি হয় নির্দলীয় প্রার্থী শিপ্রা? নাকি অন্য পন্থায় বিজেপি নেতা র কৌশল কে ব্যর্থ করে নিজের জয় ছিনিয়ে নেয় শিপ্রা? সময়ের অপেক্ষায় জনতা!
শিপ্রা পাল এর মনোনয়ন প্রত্যাহার করাতে নাকি অন্য পন্থা অবলম্বন করবে শাসক দলের বলিষ্ঠ কর্মী সূরজ? সেটাও দেখার বিষয়, বললেন রাজনৈতিক বিজ্ঞ মহল!