সরকারি আদর্শ মহাবিদ্যালয় পরিদর্শনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ!

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ০৭ সেপ্টেম্বর :- উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা বরাকের যুব নেত কমলাক্ষ দে পুরকায়স্থের হঠাৎ পরিদর্শন সরকারি আদর্শ মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন বিধায়ক পুরকায়স্থ। এদিন তাঁকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানানো হয় মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। মহাবিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে অধ্যক্ষ ড. সাহাবুদ্দিন আহমেদ এবং শিক্ষকদের সাথে তাঁর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দিনটি সত্যিই সবার জন্য খুব আশাব্যঞ্জক ছিল।

ওই একই দিনে কলেজে শিলচর রোটারি ক্লাবের উদ্যোগে পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে একটি সচেতনতামূলক আলোচনা সভাও আয়োজিত হয়। যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ফিটনেস কোচ, পাবলিক ইমেজ ও রোটারি ক্লাব শিলচরের বর্তমান চেয়ারপার্সন শ্রী রামানুজ গুপ্ত। তিনি বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে সঠিক পুষ্টি এবং ফিটনেসের গুরুত্ব সম্পর্কে খুবই তথ্যপূর্ণ বক্তৃতা দিয়েছেন। তিনি স্বাস্থ্যকর ও সুষম খাবার খাওয়ার প্রয়োজনীয়তা

সম্পর্কে আলোচনাকক্ষে উপস্থিত সবাইকে আলোকিত করার পাশাপাশি ছোটখাটো শরীরচর্চা, যোগ, ব্যায়াম ইত্যাদি করার জন্য প্রাণিত করেন। তারপর রোটারি ক্লাব শিলচরের কোষাধ্যক্ষ শ্রী দেবর্ষি পাল চৌধুরী ক্লাবের কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেন। এদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. সাহাবুদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. সুরশিখা দেবনাথ।
এদিনের তৃতীয় তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান হিসেবে সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক ড. রাজেশ চুটিয়া উদ্বোধন করেন ‘বইয়ের বছর, আসাম ২০২৫’ নামক সপ্তাহব্যাপী কর্মসূচির একটি বুক ক্লাব গঠনের

মাধ্যমে। পরবর্তী কর্মসূচি গুলির মধ্যে রয়েছে লাইব্রেরি ওরিয়েন্টেশন, গল্প লেখার প্রতিযোগিতা, ONOS-এর কর্মশালা, পোস্টার প্রদর্শনী ইত্যাদি। কলেজের ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, সমাজের বিশিষ্ট ও সাধারণ নাগরিকদের সক্রিয়ভাবে অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করার এবং পাঠের সংস্কৃতিকে উন্নীত করার জন্য বই দান সপ্তাহে (২-৯ সেপ্টেম্বর ২০২৫) উদারভাবে দান করার জন্য একটি সহৃদয় আবেদন করা হয়েছে।
ওইদিনের সর্বশেষ ও চতুর্থ অনুষ্ঠান ছিল কলেজের সমাজতত্ত্ব বিভাগ ও ক্যারিয়ার কাউন্সিলিং সেল এর যৌথ উদ্যোগে। সিকিউরিটি এবং এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) এবং এডুফিন এর “ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম”

এর ফিনান্সিয়াল এডুকেশন ইনিশিয়েটিভ সূচক এক দিবসীয় অনলাইন কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন মহারাষ্ট্রের ডি ওয়াই পাটিল ডিমড টু বি ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট স্টাডি বিভাগের ডিন ড. বাণী কামত। এই কর্মশালাতে শিক্ষক, ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করেন। ক্যারিয়ার কাউন্সিলিং সেলের সমন্বয়ক ড. মধুমিতা ঘোষ জানান আগামীদিনে ছাত্রদের ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে সরকারি আদর্শ মহাবিদ্যালয় বড়খলা এইধরনের কর্মশালার আয়োজন করবে।