কি সেই ওয়াকফ্??কবে থামবে প্রতিবাদ! প্রশ্ন সচেতন নাগরিকের
যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,১৩ এপ্রিল: প্রতিবারের ঝড় আজ ও অব্যাহত! নীরব প্রতিবাদে সামিল অনেক মসজিদ কমিটির সদস্য রা ও। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো-বোর্ডের আহ্বানে আজ ১৩ এপ্রিল মুহাম্মদপুর সাহাবাদ জিপির অন্তর্গত গাঞ্জাখাউরি নতুন মসজিদে ওয়াকফ্ সংশোধিত বিলের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন এখানকার স্থানীয় ইসলাম ধর্মাবলম্বীরা। আইন প্রত্যাহারের দাবীতে এক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায়। রবিবার গাঞ্জাখাউরি নতুন মসজিদ প্রাঙ্গণে সকাল দশটার সময় ওয়াকফ্ সংশোধিত বিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনার পর মসজিদ কমিটি, যুব সমাজ ও প্রবীণ নাগরিক সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সকাল এগারোটার সময় ওয়াকফ্ সংশোধিত বিলের প্রত্যাহারের দাবী জানিয়ে মসজিদের বাহিরে বিভিন্ন রকম স্লোগান দিতে ও দেখা যায়। সবমিলিয়ে উতপ্ত বরাক, কবে থামবে ওয়াকফ্ প্রতিবাদ? প্রশ্ন সচেতন নাগরিকের!