বাংলা পূর্ন দৈর্ঘ্য ছায়াছবি “অমর আত্মা” এর শুভ মহোরৎ অনুষ্ঠান

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৯ মার্চ: বাংলা চলচ্চিত্রে শুভ মহোরৎ অনুষ্ঠান অনেক আগে থেকেই প্রচলিত, যা আজও নতুন সিনেমা,শর্ট ফিল্ম শুরুর আগে ধুমধাম করে পালন করা হয়। ৯ই মার্চ রবিবার উওর জেলার তারকপুর এলাকায় অবস্থিত শ্রীশ্রী কালাচাঁদ মিলন মন্দির প্রাঙ্গণে অমর আত্মা নামের ছায়াছবির শুভ মহোরৎ অনুষ্ঠান সম্পন্ন হল। একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এই শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি বাংলা চলচ্চিত্র জগতে একটি প্রচলিত রীতি, যেখানে সিনেমার পরিচালক তথা প্রযোজক ডক্টর সুপ্রিয় গোস্বামী, অভিনেতা সিদ্ধার্থ নাথ এবং অভিনেত্রী অনামিকা দেব সহ অন্যান্য কলা-কুশলীরা ও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের ধলাই জেলার যুগ্ম অধিকর্তা চন্দন সরকার সহ অন্যান্যরা। যানা যায় নটরাজ ফিল্ম প্রোডাকশন হাউসের উদ্যোগে তৈরি হওয়া এই ছায়াছবিতে ত্রিপুরার অভিনেতা,অভিনেত্রী, টেকনিশিয়ানরা কাজ করতে চলেছে। ত্রিপুরা রাজ্যে ছায়াছবি নির্মাণের জন্য যে বিভিন্ন প্রাকৃতিক স্থান রয়েছে তা এই ছবির মাধ্যমে ফুটে উঠবে। দুমাস ধরে ত্রিপুরার বিভিন্ন জায়গায় এই ছায়াছবির শুটিং চলছে, এরপর প্রায় একমাস ধরে এটির এডিটিং ও সেনসার কার্য সম্পন্ন করা হবে। উদ্যোক্তারা জানান ত্রিপুরাতে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তাতে শুধু জাতীয় স্তরের নয় আন্তর্জাতিক মানের ছায়াছবি নির্মাণ করা সম্ভব। ছায়াছবি নির্মাণে ত্রিপুরায় অনেক সম্পদ রয়েছে। কিন্তু সরকারী বা বেসরকারীভাবে তাতে বিনিয়োগের অভাব রয়েছে। ত্রিপুরায় ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠতে গেলে আগামীদিনে সরকারকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে আশা ব্যক্ত করেন উদ্যোক্তারা। সুপ্রীয় গোস্বামী দীর্ঘ ২০ বছর ধরে সরকারিভাবে আর্থিক সহযোগিতা ছাড়াই নিজস্ব উদ্যোগে ছায়াছবি নির্মাণ করে যাচ্ছেন। শুভ মহরত অনুষ্ঠান শেষে উক্ত ছায়াছবির প্রযোজক তথা পরিচালক ডক্টর সুপ্রিয় গোস্বামী সাংবাদিকদের সামনে এই ছায়াছবির বিভিন্ন দিক তুলে ধরেন, পাশাপাশি উক্ত ছায়াছবি অমর আত্মার সাফল্য কামনা করেন।