যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,১২ এপ্রিল: রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতি দিয়ে উন্নয়নে ব্যর্থতার নজির গড়ছে পাহাড়ি অঞ্চলে। নির্বাচন সন্নিকটে, জনতার প্রতুত্তরে ভোট বৈতরণী কতদূর এগোয় তা সময়ের অপেক্ষায়। পানীয় জল পাহাড় থেকে সমতলে পৌঁছে দিচ্ছে বলে ঢাক ঢোল পেটালেও বাস্তবে যে তার চিত্র ভিন্ন। যা প্রকাশ্যে উঠে আসলো উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত জৈথাং এডিসি ভিলেজ অঞ্চলে।জৈথাং এডিসি ভিলেজ জৈথাং,থাংনাং সহ টংছড়া গ্রাম নিয়ে গঠিত। সেখানে উপজাতি অধ্যুষিত এলাকার এডিসি ভিলেজটিতে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো পরিবারের বসতবাড়ি সেখানে।এই এডিসি ভিলেজের অধিকাংশ মানুষ সুপারি বাগান,কলা বাগান,জুম চাষ ও দিনমজুরের কাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন। এই এডিসি ভিলেজের প্রধান সমস্যা হল পানীয় জল। এডিসি ভিলেজের টংছড়ায় বিগত সাত আট মাস পূর্বে ডিডাব্লিউএস দপ্তরের উদ্যোগে একটি পানীয় জলের উৎস নির্মাণ করলেও তা বর্তমানে বিকল হয়ে পড়ে রয়েছে।আবার অনেক জায়গায় পাইপ ও ট্যাপ বসানো হলেও স্থানীয়রা কখনোই চোখে দেখেন নি একফোঁটা পানীয় জল। স্থানীয় জনগণ জানান,ভোট আসে ভোট যায়,প্রতিশ্রুতির বন্যা বসে কিন্তু যুগ যুগ ধরে তাদের প্রধান জলের সমস্যা নিরসনে সিপিআই (এম) এবং বর্তমান বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ।স্থানীয় বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ,এডিসি ভিলেজ কমিটি থেকে শুরু করে ডিডাব্লিউএস দপ্তরকে জানিয়েও কোন লাভ হয়নি। বছরের সবকটি মাসেই তাদের জলের সমস্যায় ভুগতে হয়।তাতে দেখা দেয় জল বাহিত নানা রোগের।তারা জানান,বর্ষাকালে বৃষ্টির জল ছোট ছোট খাল ও কাঁচা কুয়োর জল দিয়ে কোনভাবে জলের চাহিদা মেটালেও শুকনা মরসুমে জলের সমস্যায় চরম বিপাকে পড়তে হয় তাদের।তখন ডিডাব্লিউএস দপ্তরের তরফে মাসে দু একবার গাড়ি করে দুই তিন কলস করে জল দিলেও তাতে নামমাত্র কয়েকটি পরিবারকে দেওয়া হয়।
স্থানীয়রা জানান,সারাদিন কাজ করে যে টাকা রোজগার করেন তা দিয়ে বিশুদ্ধ পানীয় জল বাগবাসা বাজার থেকে কিনে আনতে হয়। অনেকে আবার স্নান করার জল না পেয়ে কাপড় ভিজিয়ে শরীর মুছে দিনযাপন করছেন।অনেক সময় প্রাকৃতিক কাজ করার পর ব্যবহার করতে পারেন না একফোঁটা জলও।তাই তাদের একটাই দাবি,তাদের সাথে ভোটের রাজনীতি না করে অন্ততঃ জলের সমস্যা সমাধানে জৈথাং এডিসি ভিলেজে জলের একটি স্থায়ী উৎস নির্মাণ করুক সংশ্লিষ্ট দপ্তর।অন্যথায় গোটা এডিসি ভিলেজের উপজাতি মানুষ আগামীদিনে ভোটের বাক্সে প্রভাব ফেলবেন বলেও একপ্রকার হুঁশিয়ারি দেন। এমনকি ভোট বয়কটের সরাসরি হুঙ্কার দেন। এদিকে জৈথাং এডিসি ভিলেজটি বর্তমানে বিজেপি ও তার শরিক দল তিপ্রমথা যৌথভাবে ভিলেজ ডেভলপমেন্ট কমিটি গঠন করে পরিচালন করছে।ভিলেজ কমিটিতে শাসক ও শরিক দল বসে থাকলেও ভিলেজ এলাকার জলন্ত সমস্যা নিরসনে কেউ এগিয়ে আসেন নি।উপরন্তু ঐ সাড়ে তিনশো থেকে চারশো পরিবারকে নিয়ে ভোটের রাজনীতি করতে ব্যস্ত অনেকেই। লক্ষণীয় হবে ডাবল ইঞ্জিন সরকার জৈথাং এডিসি ভিলেজের জলের সমস্যা নিরসনে কি নেয় পদক্ষেপ! যুব বিচিত্রা র ধারবাহিকতা বজায় রেখে জনগণের আওয়াজ সঠিক জায়গায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।