ভয়েস অফ মিডিয়া সাংবাদিক সংগঠনের উত্তর ত্রিপুরা জেলায় পথ চলা শুরু

নতুনত্ব এবং সাংবাদিক ঐক্যের বার্তা নিয়ে ধর্মনগরে আত্মপ্রকাশ ভয়েস অব মিডিয়া র

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ২৯জুন: উত্তর ত্রিপুরা জেলার সাংবাদিকতার জগতে নতুন অধ্যায়ের সূচনা হলো শনিবার। আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো ভয়েস অফ মিডিয়া সাংবাদিক সংগঠন–এর উত্তর ত্রিপুরা জেলা কমিটি। প্রথম দিনের কার্যক্রমে ছিল পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ এবং এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা কমিটির গঠন। ২৮শে জুন শনিবার ধর্মনগরের কালিদিঘীর পাড়ে অনুষ্ঠিত হয় বিশেষ এই অনুষ্ঠান। রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ব বন্ধু সেন বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই মহৎ উদ্যোগের শুভ সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অফ মিডিয়ার ত্রিপুরা রাজ্য সভাপতি কৌশিক অধিকারী, রাজ্য কমিটির সহ-সভাপতি সহ একাধিক রাজ্য স্তরের নেতৃবৃন্দ এবং জেলার বিশিষ্ট সাংবাদিকরা। বৃক্ষরোপণের পরপরই অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক সভা। সভায় রাজ্য সভাপতি কৌশিক অধিকারী বলেন, “ভয়েস অফ মিডিয়া কেবল সাংবাদিক স্বার্থ রক্ষার জন্য নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের জন্য কাজ করবে।” তিনি নবগঠিত জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নের আহ্বান জানান। অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলা কমিটির ২১ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে রমেন্দ্র গোস্বামীকে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাপ্পা চক্রবর্তী, মৃন্ময় নাথ, স্বরূপ ঘোষ এবং প্রান্তোষ নাথকে। কমিটির সম্পাদিকা নির্বাচিত হয়েছেন বর্ষনা পুরকায়স্থ, সহকারী সম্পাদিকা স্বস্তিশিখা পাল চৌধুরী, আর পাবলিক রিলেশনশিপ চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন সোমা দাস।

জেলা কমিটির উপদেষ্টা হিসেবে থাকছেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সমর চক্রবর্তী। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিক সমাজের ঐক্য ও ন্যায়ের পক্ষে এই সংগঠনের কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। সাংবাদিকদের কল্যাণে এমন উদ্যোগ প্রয়োজন।” সমগ্র অনুষ্ঠানটি উৎসাহপূর্ণ ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে জেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। মূল কথা সাংবাদিক ঐক্য একান্তই প্রয়োজন। তৎসঙ্গে নতুনত্বের আবির্ভাব আধুনিকতার যুগে খুবই গুরুত্বপূর্ণ,তাই এবার লক্ষ্যে উপনীত হওয়া কে কেন্দ্র করে চলাই সার্থকতা ফুটাবে এই সংগঠনের।