সক্রিয় শ্রীভূমি বন সংমণ্ডল, অবৈধ সেগুন গাছ কাটতে গিয়ে আটক হয় বনদস্যু

শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে উৎপাত বেড়েছে বনদস্যুদের

যুব বিচিত্রা প্রতিনিধি, শ্রীভূমি,১৯ফেব্রুয়ারি: শ্রীভূমি জেলা বন সংমণ্ডল এর অধীনস্থ দোহালিয়া ফরেস্ট রেঞ্জে বনকর্মীদের তৎপরতায় এক বনদস্যু আটকের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে বাদশাহী ফরেস্ট রিজার্ভ এলাকায় অভিযান চালিয়ে অনিল পাত্র (৫০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরতে সক্ষম হয় দোহালিয়া বন বিভাগের কর্মীরা। জানা যায়, ধৃতের বাড়ি পশ্চিম সিংলার পাঁচ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর,গোপন তথ্যের ভিত্তিতে দোহালিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রণব কলিতা, ডেপুটি রেঞ্জার প্রদীপ বড়ো ও বনকর্মী দিলোয়ার হোসেনের নেতৃত্বে একদল বনকর্মী অভিযান চালান। অভিযানের সময় অনিল পাত্রকে অনুমতি বিহীন সেগুন গাছ কাটতে দেখে নেন বনকর্মীরা। অনিল সে সময় পালানোর চেষ্টা করে যদিও কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে আটক করতে সক্ষম হয় বন বিভাগের কর্মকর্তারা। তার কাছ থেকে গাছ কাটার একাধিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বন আইনে তাকে অভিযুক্ত করে জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে ধৃত অনিল পাত্রকে প্রশাসনিক সংশোধনাগারে পাঠানো হয়েছে। বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ কাঠ কাটার বিরুদ্ধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে এতে কেউ হাতেনাতে ধরা পড়লে বন আইনের আওতায় তাকে বিহিত পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানান শ্রীভূমি বন সংমণ্ডল।