পাঁচগ্রামে র মনুষ্যত্ব এনজিও কে বরাক আইকনিক অ্যাওয়ার্ড 2025 সম্মাননা

যুব বিচিত্রা প্রতিনিধি,পাঁচগ্রাম,৮ এপ্রিল: হোপ ফর জেমস সোসাইটি র উদ্যোগে আয়োজিত হয় পূর্ণ বরাক আইকনিক অ্যাওয়ার্ড 2025। উক্ত অনুষ্ঠানে সমাজের দায়বদ্ধতার পরিধিতে প্রথম সারিতে থাকা বেশকটি স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে বরাক আইকনিক অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এরমধ্যে অন্যতম রয়েছে পাঁচগ্রাম এর মনুষ্যত্ব সংস্থা। তাদের উল্লেখযোগ্য ভূমিকা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজে অবদান রেখে চলছে তাই এদের উৎসাহ বৃদ্ধি র লক্ষ্যে বরাক আইকনিক অ্যাওয়ার্ড পুরষ্কারে ভূষিত করেন।


সম্প্রতি, হাইলাকান্দির রোটারি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মনুষ্যত্ব সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক সৌমিত্র দেবনাথ বরাক আইকনিক অ্যাওয়ার্ড -২০২৫ পুরষ্কার টি গ্ৰহণ করেন। এবং আয়োজকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মনুষ্যত্ব সংস্থার কর্মকর্তারা।