যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,৮ এপ্রিল: হাইলাকান্দি জেলার লালা ব্লকে NOC-র নামে চলছে ঘুষের লেনদেন।ঘুষ আর ঘুষ, না হলে ফাইল লড়ছে না। লালা ব্লকে ব্যাপক অনিয়ম জনসমক্ষে। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রতিটি প্রার্থীদের থেকে N.O.C এর নামে চারশো থেকে পাঁচশো টাকা করে চলছে অবৈধ চাঁদাবাজী। অথচ, গৌহাটি নির্বাচন কমিশনের গাইডলাইনে পরিষ্কারভাবে বলা আছে যে, N.O.C জমা দেওয়া বাধ্যতামূলক নয়। এই অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন রামচন্ডি-নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী দিলওয়ার হোসেন বরভুঁইয়া। তিনি অফিসারের সঙ্গে এ বিষয়ে প্রশ্ন করলে, অফিসার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এ প্রতিবাদ দিলোয়ার হুসেন বরভূইয়ার সাথে ছিলেন লালা ব্লকের বহু জনগণ। NOC র নামে অবৈধ চাঁদাবাজী, লালা ব্লক কার্যালয়ে ঘুষখোর কর্মচারীদের খপ্পরে পড়ে ব্যতিব্যস্ত সাধারণ মানুষ। শীঘ্রই জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনতা।
লালা ব্লকে NOC-র নামে অবৈধ অর্থ আদায়, প্রতিবাদে উত্তাল কার্যালয় চত্বর
