অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী মিডিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি,৭ এপ্রিল: সাংবাদিকরা কি শুধু ই সমাজের দায়বদ্ধতার গণ্ডিতে আবদ্ধ ? মোটেই নয়! তাদের ও প্রয়োজন রয়েছে শরীর চর্চা, খেলাধুলা – প্রাণায়াম। যা এবার অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা অভিনব কায়দায় দেখিয়ে দিয়েছে এবং মহানগরীর সাংবাদিক দের জাগিয়ে দেওয়ার প্রচেষ্টা হাতে নিয়েছে। দুদিনব্যাপী
আন্তঃমিডিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টটি অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার গুয়াহাটি মহানগর কমিটি এবং আসামের ক্রীড়া সাংবাদিক কল্যাণ সমিতির সহযোগিতায় আয়োজন সম্পন্ন হয় রবিবার। টুর্নামেন্টের উদ্বোধন করেন গুয়াহাটি কাহিলীপাড়া মডার্ন ইংলিশ স্কুলের পরিচালক পঙ্কজ দাস, অধ্যক্ষ জোনালি দাস এবং সিনিয়র সাংবাদিক উদয় বরগোহাঁই। শনি ও রবিবার দুদিনব্যাপী আয়োজনে পুরুষদের একক বিভাগে, ঋতুরাজ বরঠাকুর এবং শিবাশিষ ঠাকুর যথাক্রমে প্রথম দুটি স্থান দখল করেন। তৃতীয় স্থান অধিকার করেছেন মানস প্রতিম শর্মা। মহিলাদের বিভাগে, নবনীতা কলিতা, পুনম নাথ এবং স্নেহা দে প্রথম তিনটি স্থান অর্জন করেছেন তাঁরা। দলগত বিভাগে, গুয়াহাটি প্রেস ক্লাবের শিবাশিষ ঠাকুর, মানস প্রতিম শর্মা এবং ঋতুরাজ বরঠাকুর সেরা এবং আসাম রাজ্যিক সাংবাদিক সংস্থার মহানগর কমিটির হিলদুল গগৈ, স্বপ্নশ্রী গোস্বামী এবং রঞ্জিত রায় রানার্স-আপ হন। মডার্ন স্কুল ব্যাডমিন্টন একাডেমির শিক্ষার্থীদের মধ্যেও সুযোগ দেওয়া হয় এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।

বর্নীল কাশ্যপ, আরাধ্যা রায় চৌধুরী, ঈশান জ্যোতি বড়ুয়া এবং ইভাংশী দে যথাক্রমে প্রথম স্থান অধিকার করেন। আসাম স্পোর্টস জার্নালিস্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক বছরের সেরা স্পোর্টস কোচ হিসেবে ভারোত্তোলন কোচ অনুপ কোওঁরকে বর্ষ শ্রেষ্ঠ ক্রীড়া পুরষ্কার প্রদান করা হয়। তাকে একটি পুরষ্কার, প্রশংসাপত্র এবং ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। তৎসঙ্গে টেবিল টেনিস খেলোয়াড় প্রিয়ানুজ ভট্টাচার্য, জেনিসা বিপুল, ট্রায়াথলিট দেবিকা শর্মা এবং ক্রীড়াবিদ জুবিন গোঁয়াই কে ও প্রতিশ্রুতিশীল ক্রীড়া পুরষ্কার দেওয়া হয়। উত্তরায়ণ গ্রুপ, এনআরএল, টপসেম সিমেন্ট, কিকু নুডলস, মডার্ন ইংলিশ স্কুল এবং এসএলএসি-এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। রাজ্যিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র ডেকা, কার্যালয় সম্পাদক সঞ্জীব ডেকা, প্রচার সম্পাদক সানি রায়, বিশিষ্ট সাংবাদিক তথা সম্পাদক প্রণয় বরদলৈ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সার্থকতা লাভ করে দুদিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট।মহিলা সাংবাদিকের মধ্যে তিনজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে, প্রথম স্থানে নবনীতা কলিতা, দ্বিতীয় স্থান পুনম, এবং তৃতীয় স্থান স্নেহা দে কে পুরষ্কার তুলে দেওয়া হয়।


সবমিলিয়ে সাংবাদিকদের অনুপ্রেরণা জাগাতে অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এবং উপস্থিত সবাই এদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান জানান এবং আয়োজকদের অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপস্থিত প্রমুখরা।