শিলচরে অহরহ চুরির ঘটনায় আতঙ্ক জনমনে, ফের বাইক চুরি শিলচর রেল স্টেশনের পার্কিং থেকে

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,১ এপ্রিল: অহরহ চুরির ঘটনায় শিলচরের জনগণের আতঙ্ক দিন দিন বাড়ছে।ফের বাইক চুরি শিলচর তারাপুর রেল স্টেশনের পার্কিং থেকে। শিলচর তারাপুর কালিমোহন রোডের বাসিন্দা শিলচর রেল স্টেশনের কর্মী অপূর্বলাল দেব নামের এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের বাইক অফিসের সামনে রেখে কর্ম তে যোগ দেয়। সোমবার রাত্রে অপূর্বলাল নিজের বাইক পার্কিং করে নিজের কর্মস্থলে গেলে কিছুক্ষন পরে এসে দেখেন উনার বাইক নেই। পরে সিসিটিভি চেক করে দেখা যায় একটি চুর বাইক নিয়ে পালিয়ে গিয়েছে। পরে নিরুপায় হয়ে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করতে আসলে হটাৎ অপূর্বলালের ফোনে কল আসে বাইকের সন্ধান পাওয়া গিয়েছে অন্নপূর্ণা সেতুর আশপাশে। পরে তিনি ছুটে যান সেখানে, গিয়ে দেখেন দুধপাতিল এলাকায় বাইক সহ চুরকে আটক করে রাখা হয়েছে। পরে বাইক সহ চুরকে নিয়ে আসে পুলিশ। এই চুরের বয়স অনুমানিক ১৭ বছর হবে। স্থানীয় জনগণ বলেন প্রতিনিয়ত এভাবে বাইক চুরি হচ্ছে , তাই শিলচর পুলিশের কাছে আমজনতার দাবী রুটিন তল্লাশি, যত্রতত্র মদের আড্ডা সহ রেলওয়ে স্টেশন চত্বরে নজরদারি বৃদ্ধি করতে।