ধর্মনগরে কংগ্রেসের ধিক্কার মিছিল বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ০১ সেপ্টেম্বর :- সোমবার বিকেলে উত্তর জেলার ধর্মনগরে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে এক ধিক্কার মিছিলের আয়োজন করল ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর জেলা কমিটি। কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ করেন, গত ৩১ আগস্ট উত্তর জেলা বিজেপি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে যে বক্তব্য রেখেছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই অপপ্রচারের বিরুদ্ধে জনমত

গড়ে তুলতেই সোমবার ধর্মনগরে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদী ধিক্কার মিছিল করা হয়। এদিনের মিছিলটি ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধর্মনগর বাজার এলাকা ঘুরে পুনরায় কংগ্রেস ভবনে এসে শেষ হয়। ধিক্কার মিছিলে উত্তর জেলা কংগ্রেস সভাপতি, প্রদেশ কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং সংখ্যালঘু সেলের নেতৃত্বসহ শতাধিক কর্মী-সমর্থক অংশ নেন।শহরের রাস্তায় স্লোগানে মুখরিত হয় কংগ্রেসের মিছিল। ধিক্কার মিছিল শেষে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সদস্য হীরালাল নাথ, কেবলকান্তি নন্দি, যুব কংগ্রেসের সহ সভাপতি নিরুপম দে, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নিজাম উদ্দিন, মহিলা কংগ্রেস সভানেত্রী মানসি মালাকার, প্রদেশ কংগ্রেস সদস্যা সঙ্গীতা দাসসহ জেলা নেতৃত্বরা।

সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি দিগবিজয় চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে তীব্র সুরে বলেন, “উত্তর জেলা বিজেপি জনমানসে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে রাহুল গান্ধীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে। বিজেপি যদি নিজেদের বক্তব্যের সত্যতা প্রমাণ করতে না পারে, তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে।” তিনি আরও বলেন, বিজেপি নেতারা মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছেন। এদিন তিনি বাগবাসা কেন্দ্রের বিধায়ককেও তীব্র ভাষায় কটাক্ষ করেন।কংগ্রেস নেতৃত্বরা সাংবাদিকদের জানান, বিজেপি নেতা কাজল দাস যে মিথ্যা অপপ্রচার করেছেন তা জনগণের সামনে প্রমাণ করতে না পারলে তা রাজনৈতিক

অসত্যতা ছাড়া আর কিছুই নয়। তাদের দাবি, এই ধরনের অপপ্রচার করে জনগণ কে বিভ্রান্ত করাই তাদের লক্ষ্য।এদের বিরুদ্ধে জনমত তৈরি করাই কংগ্রেসের মূল উদ্দেশ্য।মিছিলে অংশগ্রহণকারী কংগ্রেস কর্মীরা বিজেপির “অপপ্রচারমূলক রাজনীতি”-র বিরুদ্ধে স্লোগান তোলেন এবং রাহুল গান্ধীর প্রতি পূর্ণ সমর্থন জানান। নেতৃত্বরা বিজেপির বিভ্রান্তিমূলক রাজনীতির তীব্র সমালোচনা করে সাধারণ মানুষকে সতর্ক থাকতে আহ্বান জানান।ধর্মনগরের এই বিক্ষোভ মিছিলকে ঘিরে সোমবার বিকেলে শহরের রাজনৈতিক আবহে উত্তেজনা দেখা দেয়। জেলা কংগ্রেস নেতৃত্বরা জানান, এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে তারা ভবিষ্যতেও রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন।