যুব বিচিত্রা প্রতিনিধি,শ্রীভূমি,০১ এপ্রিল: শ্রীভূমি জেলা কারাগারে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। সোমবার সকাল ৮ টায় জেলা কারাগারে উপস্থিত হয়ে কয়েদিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন সংস্থার ইসলাম ধর্মাবলম্বী পদাধিকারীরা। নামাজ শেষে করমর্দন আর কোলাকুলি করার পর কারাগার প্রাঙ্গণে আয়োজন করা হয় ঈদের শুভেচ্ছা বিনিময় আসরের। উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে পরিচয়পর্ব করিয়ে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। পরে একে একে বক্তব্য রাখেন আইনজীবী অর্চনা দত্ত, সমাজকর্মী বাপন নমঃশূদ্র, অজয় দাস, জেল সুপার প্রবীণ কুমার হাজারিকা, মওলানা ইফতিকার আহমেদ, আইনজীবী আবুল হাসনাত চৌধুরী ও মুহসিন আলম। জেল সুপার তাঁর বক্তব্যে বলেন, প্রকৃত ধার্মিকরা কখনও অশান্তি ছড়াতে পারে না। নিজ ধর্মীয় রীতি-নীতি মেনে চললে সমাজে আর অশান্তি থাকবে না। আইনজীবী অর্চনা দত্ত কয়েদিদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি কয়েদিদের কিছু আইনি পরামর্শও প্রদান করেন। অতিথিরা ঈদের শুভেচ্ছা বার্তার সহিত কিছু উপহার তুলে দেন কয়েদিদের হাতে। সংস্থার কর্মকর্তাদের পেয়ে আনন্দ উল্লাসে হাত তালি দিয়ে তাদেরকে অভিবাদন জানায় কয়েদিরা। জেল সুপারের হাতে কিছু বস্ত্র সামগ্রীও তুলে দেওয়া হয় সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। শুভেচ্ছা বিনিময় আসর পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। আসরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ প্রেসবিটেরিয়ান চার্চের এল্ডার নিমাই দে, আব্দুল হান্নান, ইনজামামুল হক , ইনায়া হাসনাত চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে করিমগঞ্জ টাউন ঈদগাহে এই শুভেচ্ছা বিনিময় এর প্রথা রয়েছে। তাঁর ই সূত্র ধরে এবার জেলা কারাগারে প্রথম আয়োজন করা হয় ঈদের শুভেচ্ছা বিনিময় সভা। তাঁরা আশাবাদী আগামীতে ও এই ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে সংস্থা।
শ্রীভূমি কারাগারে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সর্বধর্ম সমন্বয় সভা
