যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ১২ জুলাই :- বড়খলার বড়যাত্রাপুরে দু:সাহসিক ডাকাতদল বন্দুক সহ ধারালো অস্ত্র দেখিয়ে ঘরের লোকদের বেধে মারধর করে লুটে নিল নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার। তদন্তে নেমেছে পুলিশ। ১০ জুলাই রাত দেড়টা নাগাদ ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে আতঙ্কের পরিবেশ। জানা গেছে, গতরাতে বড়যাত্রাপুরের বিশিষ্ট ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের বাড়ীতে বুধবার রাত প্রায় দেড়টা নাগাদ অস্ত্রধারী ডাকাতদল হানা দেয়।ঘরের গ্রিল, দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতদল। ঘরে ঢুকে ব্যবসায়ী জুনাইদ আহমেদ কে মারধর করে ও ঘরের লোকদের হুমকি দিয়ে লুঠতরাজ চালায় ডাকাতদল। ডাকাতদের মারে জখম হয়েছেন ব্যবসায়ী জুনাইদ। খবর পেয়ে রাত তিনটে নাগাদ পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গারপার পুলিশ ফাড়ির ইনচার্জ গোবিন্দ শীল। পুলিশ এ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে যদি ও গ্রেফতার এর কোনো খবর নেই এখন ও।পরপর কাছাড় জেলায় অরাজকতা,চুরি – ডাকাতির মতো অসামাজিক কার্যকলাপ মাত্রাতিরিক্ত হলেও পুলিশের ভূমিকায় অসন্তোষ কাছাড়ের সাধারণ মানুষ।
বড়খলার বড়যাত্রাপুরে দু:সাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য
