দিশপুর-স্থিত রাজ্য বিধানসভায় ২৬ মার্চ “এক দেশ এক নির্বাচন” নিয়ে ইউথ পার্লামেন্টে অংশ নেবে বদরপুরের পূজা গোয়ালা
যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি,২৫ মার্চ: বদরপুরের মুন্না গোয়ালা ও গীতা গোয়ালার একমাত্র কন্যা পূজা গোয়ালা এবার ইউথ পার্লামেন্টারি জেলাভিত্তিক কম্পিটিশনে যোগদান করে শীর্ষ দশ নম্বর স্থানে মনোনয়ন হয়ে আগামীকাল অংশ নেবে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায়। আগামীকাল অর্থাৎ ২৬শে মার্চ পূজা গোয়ালা গুয়াহাটির দিশপুর স্থিত বিধানসভায় রাজ্যে ভিত্তিক কম্পিটিশনে যোগদান করতে উৎফুল্ল মনোভাব নিয়ে প্রস্তুতি নিচ্ছে পূজা গোয়ালা।পূজার শিক্ষাগত যোগ্যতা বিএসসি, এমএসসি ও এনসিসি উত্তীর্ণ একজন মেধাবী ছাত্রী। উল্লেখ্য যে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এক দেশ এক নির্বাচন আর এই স্বপ্ন সাকারের লক্ষ্যে এবার নবপ্রজন্মের শিক্ষিত সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তাদের মনোভাব উপস্থাপন করার এক সুযোগ দিয়েছন “বিকশিত ভারত” প্রকল্প নাম দিয়ে ইউথ পার্লামেন্টের মাধ্যমে।
একটি প্রতিযোগিতার মতো করে কেন্দ্রীয় থিম নির্ধারিত করা হয়েছে এক দেশ, এক নির্বাচন যা ভবিষ্যতে একটি জাতীয় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের খরচ কমাতে সহায়ক হবে বলে আশাবাদী মোদী সরকার। এমর্মে বরাক উপত্যকার কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার মোট ৩১১ জন প্রতিযোগী তাদের বক্তৃতা ও দক্ষতা প্রদর্শনের সহিত ঘটনা, বিশ্লেষণ এবং ব্যক্তিগত অন্তর্দৃষ্টিভরা আবেগপূর্ণ মতামত উপস্থাপন করেন। দিনের শেষে, রাজ্য-স্তরের রাউন্ডে যাওয়ার জন্য জেলা-স্তরের প্রতিযোগিতা থেকে ১০ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়। যা আসাম বিধানসভায় ২৬ মার্চ অর্থাৎ আগামীকাল বুধবার আয়োজিত হবে রাজ্য-স্তরের প্রতিযোগিতা। ভারতের পার্লামেন্টে তাদের দূরদর্শী ধারণাগুলি উপস্থাপন করার একটি সুবর্ণ সুযোগ অর্জন করতে পেরে অনেক পড়ুয়াদের মনে নব-চেতনা জাগরিত হয়,দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা ও দায়িত্বের পরিসর বর্ধিত হয়। তবে বদরপুরের পূজা গোয়ালা র আগামীকাল রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে পুরোপুরি প্রস্তুত এবং মনে আবেগপ্রবণ উৎফুল্ল থাকতে দেখা যায়। বরাক উপত্যকা রাজ্য স্তরের প্রতিযোগিতায় নির্বাচিত ১০ জন যথাক্রমে পূজা গোয়ালা, আদিত্য দে, প্রীতম আচার্য্য ঋষভ চক্রবর্তী, জর্জ পাল, স্বাগতা লক্ষ্মী পাল, শচীন ঘোষ, অর্ঘদীপ পাল, উম্মে হাবিবা খানম লস্কর, হিয়াকণা নাথ প্রমুখ। তাঁরা দশজন ই বরাক উপত্যকার হয়ে আসাম বিধানসভায় “ইউথ পার্লামেন্টে” এক দেশ এক নির্বাচন নিয়ে নিজের মতামত উপস্থাপন করবে আগামীকাল সকালে। তাদের এই উদ্যোগ সমাজকে নব চেতনায় উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যত প্রজন্মকে রাজনৈতিক – সামাজিক ক্ষেত্রে এগিয়ে নিতে সহায়ক হবে বলে ধারণা বুদ্ধিজীবী মহলের।