কাছাড় জেলার শিলচরের ন্যাশনাল হাইওয়ে আউট পোষ্টের সম্মুখে ভিন ধর্মী প্রেমের অগ্নিগর্ভ রূপ
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৫ মার্চ: ভিন্নধর্মী যুবককে মারপিট সহ বাইক জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। লাভ জেহাদের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত শিলচর। মঙ্গলবার শিলচরের ন্যাশনাল হাইওয়ে আউট পোষ্টের সম্মুখে কিছুক্ষণ এর জন্য অগ্নিগর্ভ রূপ নেয়, মাত্র দুটি মানুষের অবৈধ প্রেম নিয়ে, দুই ধর্মের যুবক-যুবতীর প্রেমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনগণ ভিন্নধর্মী যুবককে পাকড়াও করে মারধর করার পাশাপাশি যুবকের বাইক জ্বালিয়ে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে বজরং দলের কর্মীরা এলাকায় ছুটে গিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের সদস্যরা জানান, শিলচর কাঁঠাল রোডের বাসিন্দা সায়েব হুসেন বড়ভূইয়া নামের এক ভিন্নধর্মী যুবক বিগত কয়েকদিন ধরে শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের এক হিন্দু যুবতীর কাছে হিন্দু পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলার প্রয়াস চালিয়ে যায় , কিন্তু যুবকের আসল পরিচয় জানতে পেরে সেই যুবতী তাঁর ফাঁদে পাড়ি দেয়নি।
এতে প্রায়ই যুবতীর পিছু ধাওয়া করে সেই লম্পট যুবক , তাঁর হাত ধরে টানাহেঁচড়া ও করার অভিযোগ উঠেছে মঙ্গলবার। একইভাবে আজ বিকেল ২টা নাগাদ সেই ভিন্নধর্মী যুবক, হিন্দু যুবতীর হাত ধরে টানাহেঁচড়া করার পাশাপাশি তাঁকে বাইকে বসানোর চেষ্টা করে। এতে স্থানীয়দের চোখ পড়ে, এতে ক্ষুব্ধ হয়ে ভিন্নধর্মী যুবককে পাকড়াও করতে বাধ্য হয় স্থানীয় জনগণ। অবশেষে মারপিট করা সহ তাঁর বাইকে অগ্নিসংযোগ করে শহরের পরিস্থিতি সাময়িক ভাবে অগ্নিগর্ভ রূপ ধারণ করে। পরিস্থিতি বেগতিক দেখে সদর থানার ওসি সহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এবং ভিন্নধর্মী যুবক সায়েব হুসেন বড়ভূইয়াকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে বজরং দলের কর্মকর্তারা মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে লাভ জেহাদের বিরুদ্ধে একটি কড়া আইন বলবৎ করার পাশাপাশি অভিযুক্ত ভিন্নধর্মী যুবকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কাছাড় পুলিশের তাৎক্ষণিক উপস্থিতি এবং কঠোর পদক্ষেপে পরিস্থিতি এখানেই থমকে দাঁড়ায়।