দিগরখালে ভয়ঙ্কর পথ দূর্ঘটনা,আহত ৫

কালাইন-মালিডহরে ব্যাপক যানজট ই হবে কাল, রূপ নেবে ভয়াবহ, নিরসনে ব্যর্থ প্রশাসন

রুবেল বৈষ্ণব,কাঠিগড়া,২৫ মার্চ: দিগরখাল পুরাতন এম ভি আই গেট এর পাশেই ভয়ঙ্কর পথ দূর্ঘটনা। আজ বিকাল অর্থাৎ মঙ্গলবার অনুমানিক ৫ ঘটিকায় সংঘঠিত হয় সড়ক দুর্ঘটনা। এতে গুরুতর আহত হয় ৩জন মহিলা ২জন পুরুষ। আহতরা যথাক্রমে রবি তেলী, পতি তেলীপাথর, কৃষ্ণা তেলী মিঠুন বৈষ্ণব,উজ্জ্বলা দাস। সূত্র মতে কালাইন-মালিডহর ৬নং জাতীয় সড়কটিতে তীব্র যানজটের দখলে বেশ কমাস ধরে। রাস্তা জ্যাম থাকার ফলে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। মালিডহর অভিমুখী একটি লরি নং (JK.02BV.6317) অন্য একটি বিপরীতমুখী মারুতি গাড়ি নং (AS.11J.4875) মুখোমুখি সংঘর্ষের ফলে সংঘটিত হয় আজকের পথ দূর্ঘটনা। স্থানীয় দের ধারণা মতে , তীব্র যানজটের কবলে পড়ে মারুতি গাড়ি টি নিয়ন্ত্রণ হারিয়ে ই এই সংগঠিত করে এই পথ দূর্ঘটনা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে স্থানীয় জনগণ ছুটে এসে আহতদের উদ্ধার করে কালাইন হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গুমড়া পুলিশ বাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ঘটনাস্থলে গুমড়া পুলিশ উপস্থিত হয়ে ট্রাফিক যানজট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।