শিলচর N.I.T ক্যাম্পাস উত্তপ্ত,ফের কলঙ্কিত শিক্ষক সমাজ, গ্রেপ্তার অধ্যাপক ড° ভি.কে রাজু

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,২১ মার্চ: শিলচর এন.আই.টি তে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা সহকারি অধ্যাপকের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এনআইটি ক্যাম্পাস চত্বর। বৃহস্পতিবার মধ্যরাতে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কাছাড় পুলিশের দল। তাৎক্ষণিকভাবে ভোররাতে ই বোর্ড বসিয়ে অধ্যাপক পদ থেকে ড° ভি . কে রাজুকে অপসারণ করা হয়। জানা যায়, বৃহস্পতিবার ইলেক্ট্ৰিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেক প্ৰথম বিভাগের ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন সহকারী অধ্যাপক লম্পট রাজু। ঘটনার পর প্ৰতিবাদে বৃহস্পতিবার রাতে ফ্যাকাল্টি কোয়াৰ্টারের সামনে আন্দোলন শুরু করেন ছাত্ৰ-ছাত্ৰীরা। ঘটনার সুবিচার দিতে শুক্রবার সন্ধ্যায় তাঁর সরকারি আবাসন থেকে লম্পট অধ্যাপক ড° ভি.কে রাজু কে গ্রেপ্তার করে শিলচর সদর থানায় নিয়ে আসে কাছাড় পুলিশের দল। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে যৌন নির্যাতনের মামলা।