যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ০৪ সেপ্টেম্বর :- শারদোৎসবের আগমনী সুর ভেসে আসছে চারিদিকে। দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি, আর তারই আগমনী আবহকে সামনে রেখে উত্তর ত্রিপুরার ধর্মনগরে শুরু হলো আগমনী মেলা, বিক্রয় ও প্রদর্শনী। শহরের অন্যতম কেন্দ্রস্থল বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সম্প্রতি এই মেলার শুভ সূচনা হয়।
মেলার উদ্বোধন করেন উত্তর জেলার সমাহর্তা ও জেলা শাসক আইএএস চাঁদনী চন্দ্রন। গাছে জল সেঞ্চনের মধ্য দিয়ে প্রতীকীভাবে এই মেলার শুভারম্ভ করা হয়। উদ্বোধনের পর জেলা শাসক স্বয়ং প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় মহিলাদের উদ্যোগে পরিচালিত এই মেলার প্রশংসা করেন। তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়নকেও আরও এগিয়ে নিয়ে যাবে।” একইসঙ্গে তিনি শহরবাসীকে আহ্বান জানান, যেন সকলে এই মেলায় এসে মহিলাদের তৈরি সামগ্রী কেনেন ও তাদের উৎসাহিত করেন।
এই মেলা চলবে ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন মেলার বাজার খোলা থাকবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই মেলার মূল আয়োজক অন্তরা দত্ত। মোট ১৮টি স্টল নিয়ে জমে উঠেছে এই মেলা। এর মধ্যে রয়েছে একাধিক ফুড স্টল, যেখানে ভোজনরসিকরা পাবেন বিভিন্ন প্রকারের মুখরোচক খাবারের স্বাদ। পাশাপাশি শাড়ি, কুর্তি, ব্লাউজ, হাতের তৈরি নানা সামগ্রী, গহনা, গোল্ড প্লেটেড জুয়েলারি সহ আরও বহু আকর্ষণীয় সংগ্রহ মেলায় ক্রেতাদের দৃষ্টি কাড়ছে। মূলত মহিলাদের পুজোর কেনাকাটার কথা মাথায় রেখেই আয়োজন করা হয়েছে এই মেলার।
ধর্মনগরের এই আগমনী মেলা ইতিমধ্যেই শহরের নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় বাড়ছে মেলায়। আয়োজক মহল আশা করছে, দুর্গাপুজোর আগেই এই মেলা শহরবাসীর কেনাকাটার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে।
পুজোকে সামনে রেখে ধর্মনগরে এক অনন্য আয়োজন, যা একই সঙ্গে কেনাকাটার সুযোগ এনে দিচ্ছে, আবার সমাজে মহিলাদের উদ্যোগকে তুলে ধরছে। বলা যায়, আগমনী মেলা ধর্মনগরের পুজোর আবহে এক নতুন মাত্রা যোগ করেছে, এবং মহিলা সমাজকে চেতনা জাগিয়ে দিয়েছে এই আয়োজন।