যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি,২০ মার্চ: গত ১৭ মার্চ রাতে গৌহাটি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আসার সময় পিতৃ নিখোঁজ হয়। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে গৌহাটি পরিবার নিয়ে ছুটি কাটাতে এসে পিতৃ নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙে পড়লো মানষিক ভাবে।
জিআরপি পুলিশ কে খবর দেওয়া হলেও যথোপযুক্ত সহায়তা না পাওয়ার অভিযোগ।
গৌহাটি পুলিশ কে বিবরণ বর্ণনা করে শীঘ্রই নিজের নিখোঁজ হওয়া পিতৃ কে খোঁজে দেওয়ার আহ্বান জানান পশ্চিমবঙ্গ থেকে আসা পরিবার।