যুব বিচিত্রা প্রতিনিধি ধর্মনগর,০৮ আগস্ট: ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত সমর্থক সহ পরিচিত মহল। আজ সন্ধ্যায় ট্রেনে তিনি ধর্মনগর যাওয়ার জন্য আগরতলা রেলস্টেশনে যান। জানা গেছে, স্টেশনের বাথরুমে তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে সাথে সাথে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে (টিএমসি) নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে তাঁর সিটি স্ক্যান চলছে। উন্নতমানের চিকিৎসা প্রদানের জন্য সবধরণের প্রয়াস অব্যাহত রেখেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।
আকস্মিকভাবে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন এর অসুস্থতার খবরে চিন্তিত সমর্থক সহ পরিচিত মহল!
