যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,২০ মার্চ: মাদক বিরোধী অভিযানে নেমে বিশাল সাফল্যে আসাম রাইফেলস। বুধবার শিলচর থেকে ২.৯৭কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসাম রাইফেলস জওয়ানরা। যা সাম্প্রতিক সময়ে সরকারের এক প্রশংসনীয় উদ্যোগ। আসাম রাইফেল এর অভিযানে আটক করা হয় সরবরাহকারী আরেক ব্যক্তিকে। আসাম রাইফেলস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। আসাম রাইফেলস এই অঞ্চলে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদক নেটওয়ার্কগুলি বিচ্ছিন্ন ও ভেঙে ফেলার জন্য এবং এই অঞ্চলকে মাদক পাচার মুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযান চালাচ্ছে আসাম রাইফেলস শিলচর টিম। তাদের এই পদক্ষেপ কে সাধুবাদ জানান শিলচরের সচেতন নাগরিক।
প্রায় তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার আসাম রাইফেলসের অভিযানে
