১৭ তম প্রাদেশিক ‘শ্রেষ্ঠ পূর্বোত্তর’ মহা-সম্মেলনের ব্যাপক প্রস্তুতি
মুন্না আচার্য্য,শিলচর,১৬ মার্চ: আগামী ২২ ও ২৩ মার্চ দুদিনব্যাপী শিলচরে মাড়োয়ারি সম্মেলনের ১৭ তম প্রাদেশিক ‘শ্রেষ্ঠ পূর্বোত্তর’ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান রংপুরের সাগরিকা রিসর্টে, এই সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। রবিবার শিলচর সদরঘাট রোডের বরাক ভিউ রেসিডেন্সি হোটেলে সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর মাড়োয়ারি সম্মেলনের সভাপতি মূলচান্দ বৈদ, মহাসম্মেলনের চেয়ারম্যান বুধমল বৈদ, মাড়োয়ারি সম্মেলনের সাধারণ সম্পাদক মদন রাঠি,মহাসম্মেলনের সম্পাদক প্রদীপ সুরানা, মাড়োয়ারি মহিলা সম্মেলনের সভানেত্রী সুন্দরী দেবী পাটোয়া । তাঁরা জানান, শিলচরে মাড়োয়ারি সম্মেলনের ৯০ বছর হয়েছে।আর শিলচরে এই প্রথম মাড়োয়ারি সম্মেলনের ১৭ তম প্রাদেশিক ‘শ্রেষ্ঠ পূর্বোত্তর’ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।মাড়োয়ারি মহাসম্মেলন বাস্তবায়নে উদযাপন কমিটি গঠন করা হয়েছে। বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এই ‘শ্রেষ্ঠ পূর্বোত্তর’ মহাসম্মেলনে অখিল ভারতীয় মাড়োয়ারি সম্মেলনের রাষ্ট্রীয় সভাপতি শিব কুমার লোহিয়া, সম্পাদক কৈলাশপতি টুডি,পূর্বোত্তর সভাপতি কৈলাশ কাবঢ়া সহ দেশের বিভিন্ন স্থানের মাড়োয়ারি সম্মেলনের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। তাঁরা জানান, ‘শ্রেষ্ঠ পূর্বোত্তর’ মহাসম্মেলন ৩ শতাধিক লোকের সমাবেশ হবে। মাড়োয়ারি সম্মেলনের সাংগঠনিক সভা সহ মাড়োয়ারি সমাজের ব্যবসার পাশাপাশি সমাজ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশ হবে। রাজীব ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হবে। উল্লেখ্য যে, উত্তর-পূর্ব প্রাদেশিক মাড়োয়ারি সম্মেলন ১৯৩৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। তাঁর ই সূত্র ধরে আজ ও সেই ধারা অব্যাহত। সুষ্ঠু সুন্দর পরিবেশে এই আয়োজন সফল করতে সবধরণের প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা।
