সাইরেন বাজিয়ে শহীদ দিবস পালন লক্ষীপুরে: দিব্যজ্যোতি মল্লিক, লক্ষীপুর ৩১ জানুয়ারী: লক্ষীপুর জনসংযোগ বিভাগ এবং সম-জেলা আয়ুক্তর যৌথ উদ্যোগে লক্ষীপুর ৩০শে জানুয়ারি দিবস টি জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস হিসাবে শহীদ দিবস পালন করা হয় |দেশের স্বাধীনতা সংগ্রামে আত্ম বলিদানকারী অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সারাদেশের সাথে সাথে লক্ষীপুর সম জেলাতেও বৃহস্পতিবার সকালে মহকুমা তথ্য জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যুগে এক মিনিট শহরে সাইরেন বাজিয়ে নীরবতা শো করা হয়। সাইরেন বাজানো বন্ধ হওয়ার সাথে সাথে পথচারীসহ ,যানবাহন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী ,অফিস আদালতে সবাই ঐ সময় নিজ নিজ কাজ পরিত্যাগ করে যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক মিনিট সকলেই নীরবতা পালন করেন তারপর পুনরায় সাইরেন বাজিয়ে নীরবতা ভঙ্গ করা হয় । শহীদ দিবসে নীরবতা পালনের অংশগ্রহণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লক্ষীপুর সম জেলা এলাকার জনসাধারণ সহ বিভিন্ন সরকারি কার্য্যালয়ের কর্মী ও আধিকারিকগণ, এছাড়াও অংশ গ্রহন করে লক্ষীপুর দমকল বিভাগ ও লক্ষীপুর পুলিশ প্রশাসন সহ অনেকেই। মোট কথা আবেগ প্রবণতায় পালিত হলো মহাত্মা গান্ধীর তিরোধান দিবস।
জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে ব্যতিক্রমী উপায়ে শ্রদ্ধা নিবেদন লক্ষীপুরে
