শহীদ সুদেষ্ণা সিনহার আত্ম বলিদান দিবস পালন শালচাপড়া সহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে

১৬ মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এক অন্যতম দিন

যুব বিচিত্রা প্রতিনিধি,কাটাখাল,১৮ মার্চ: যথাযোগ্য মর্যাদায় শহীদ সুদেষ্ণা কে শ্রদ্ধাঞ্জলি শালচাপড়া নন্দীগ্রামে। ১৬ মার্চ দিনটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এক অন্যতম দিন হিসেবে পরিগণিত হয়। কেননা, বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষা আন্দোলনে আন্ত বলিদান হওয়া একমাত্র মহিলা নেত্রী সুদেষ্ণা সিনহা আজ ও অমর রয়েছে এই সমাজে। মণিপুরী ভাষা আন্দোলনে নিজের ভাষার অস্তিত্ব রক্ষার্থে তিনি ১৬ ই মার্চ ১৯৯৬ ইংরেজি তে পাথারকান্দি রেলওয়ে স্টেশনে অসম পুলিশের গুলিতে শহীদ হন সুদেষ্ণা সিনহা। তারপর থেকেই আজ অবধি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ তাঁর অবদান মেনে নিয়ে যথারীতি ১৬ ই মার্চ দিনটি শহীদ সুদেষ্ণা কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং শোক প্রকাশ করতে দেখা যায়। বিভিন্ন স্থানে গড়ে উঠেছে শহীদ সুদেষ্ণা র প্রতিমূর্তি। উল্লেখ্য,শালচাপড়া দ্বিতীয় খণ্ডের নন্দীগ্রামে ১৬ ই মার্চ স্থানীয় মানুষ ঐক্যবদ্ধ ভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ সুদেষ্ণা র প্রতিমূর্তি তে মাল্যদান করে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে দেখা যায়। এদিন স্থানীয়দের মধ্যে প্রশান্ত সিনহা,প্রতিবিন্দ সিনহা, ব্রজেন্দ্র সিনহা,সুলেখা সিনহা, মনিন্দ্র সিনহা সহ অনেকেই অংশ নিতে দেখা যায় শহীদ সুদেষ্ণা কে শ্রদ্ধাঞ্জলি জানাতে।