আগামী ১৫ মার্চের ভিতরে উত্তর পত্র পরীক্ষা – নিরীক্ষা র কাজ সম্পন্ন করতে আহ্বান শিক্ষকদের
দিব্যজ্যোতি মল্লিক, লক্ষীপুর ৭ মার্চ: লক্ষীপুর ইভালুয়েশন জোনে শিক্ষা সচিব নর নারায়ণ নাথ। ইভালুয়েশন জোন আয়োজনে জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড এর সচিব নর নারায়ণ নাথ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন কাছাড়ের বিদ্যালয় পরিদর্শক গনেশ হরিজন, আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের রিজিওন্যাল সচিব ড. বিদ্যুৎ দেব পুরকায়স্থ ও ইভালুয়েশন জোনের মেন্টর অমলেন্দু সিংহ।

লক্ষীপুর জোনের জোনাল অফিসার তথা বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাল জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে জোন সংক্রান্ত পরামর্শ প্রদানের আবেদন জানালে শিক্ষা-সচিব নাথ উনার বক্তব্যে ইভালুয়েশনের কাজে জড়িত সবাইকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ১৫ মার্চের মধ্যে উত্তরপত্র পরীক্ষা সহ যাবতীয় কাজ শেষ করার আহ্বান জানান এবং প্রথম বারের মত জোনের কাজকর্ম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। বিদ্যালয় সমূহের পরিদর্শক উনার বক্তব্যে ইভালুয়েশনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণকে জোনের কাজের নাম নিয়ে ব্যক্তিগত ছুটি না কাটানো এবং জোনে আসা যাওয়ার সময় মেনে চলতে আবেদন রাখেন।