জেলা ভিত্তিক সরস মেলার উদ্বোধন ধর্মনগরে

তিনদিনব্যাপী সরস মেলায় ব্যাপক সাড়া ধর্মনগরে

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,৮মার্চ: ধর্মনগরে দ্বিতীয় উত্তর জেলা ভিত্তিক সরস মেলা ৮ই মার্চ থেকে ১১ই মার্চ, ২০২৫ পর্যন্ত ডি এন বিদ্যামন্দির মাঠে আজ শুভ উদ্বোধন হল। এই বছরের সরস মেলার থিম “নারী ক্ষমতায়নের জন্য পদক্ষেপ ত্বরান্বিত করুন”।এই মেলায় থাকবে উত্তর ত্রিপুরার বিভিন্ন ব্লকের অন্তর্গত মহিলা স্ব – সহায়ক দলের উৎপাদিত পণ্যের বিপুল সম্ভার। জেলা ভিত্তিক সরস মেলার উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভানেত্রী অপর্না নাথ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সহ সভাপতি ভবতোষ দাস, বিশিষ্ট সমাজ সেবি কাজল দাস। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চান্দনি চন্দ্রন, উওর জেলা পুলিশ সুপার অভিনাশ রাই, এই অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন।

এই সরস মেলায় সাধারণত সাংস্কৃতিক ও বাণিজ্যিক মেলা, যেখানে স্থানীয় ও জাতীয় স্তরের হস্তশিল্প, খাদ্যপণ্য, কৃষিপণ্য, পোশাক, আসবাবপত্র, এবং অন্যান্য শিল্পজাত দ্রব্য প্রদর্শিত করা হবে ও বিক্রয় করা হবে। এটি মূলত গ্রামীণ অর্থনীতিকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় শিল্পীদের এবং উদ্যোক্তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। এবছরের সরস মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা শিল্পী গোষ্ঠীর মন মাতানো অনুষ্ঠান। ৮ ই মার্চ মেলার উদ্বোধনের দিন অনুষ্ঠিত হয় অরুণাচল প্রদেশ থেকে আগত সংগীত শিল্পী জেলি কাই তামিন ও উনার মিউজিক ব্যান্ডের মনমাতানো প্রোগ্রাম। ৯ ই মার্চ হবে নিহারিকা নাথ ও উনার মিউজিক ব্যান্ডের সংগীতানুস্টান।এবং মেলার অন্তিম দিন অর্থাত ১১ ই মার্চ হবে মেঘবালিকা আগরতলার মিউজিক ব্যান্ডের মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সবমিলিয়ে ধর্মনগরে এই সরস মেলায় ব্যাপক সাড়া ফেলেছে।