এবছর “বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা” তমোজিৎ ভট্টাচার্য কে
যুব বিচিত্রা প্রতিনিধি,গৌহাটি, ৯ মার্চ: অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরাম যৌথভাবে বিগত ২০২৪ ইং থেকে শুরু করেছে “বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা” আর এই অনুষ্ঠান এবছরও রীতিমতো আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে উভয় ই। আগামী ৩০ মার্চ রবিবার অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে দ্বিবার্ষিক অনুষ্ঠান আয়োজিত হবে শিলচর গান্ধী ভবনে। আর এই উদ্দেশ্যে এবার বরাক উপত্যকার কাছাড় জেলা থেকে বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা বয়োজ্যেষ্ঠ সাংবাদিক তমোজিৎ ভট্টাচার্য কে মনোনীত করা হয়। তৎসঙ্গে এদিন আয়োজিত হবে বর্তমান “আধুনিকতার যুগে সাংবাদিকতার বিকাশ” এর উপর বিশেষ আলোচনা চক্র। এদিনের আয়োজনে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংবাদিক রা এদিন উপস্থিত থাকবেন উক্ত আয়োজনে। ব্যক্তিগত সমস্যার উর্ধে উঠে সামাজিক দায়বদ্ধতা পালনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে এদিন আলোকপাত হবে। তাছাড়া দ্বিবার্ষিক সম্মেলনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সবশেষে উক্ত অনুষ্ঠান সুন্দর ও সার্থক করে তুলতে বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এবং অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সবাইকে আহ্বান জানান। কাছাড় জেলা সহ বরাক উপত্যকার সকল সাংবাদিক বন্ধুরা যাতে এগিয়ে এসে উক্ত আয়োজনে সামিল হন এই আবেদন জানান আয়োজকরা।