দুঃস্থ রুগীর পাশে শিলচরের পংকজ ঘোষ ফাউন্ড্যাশন

যুববিচিত্রা প্রতিনিধি শিলচর,১ মার্চ: জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। আর এই মহানুভবতা প্রদর্শিত হলো পংকজ ঘোষ ফাউন্ডেশনের উদ্যোগে। আজ ফাউন্ডেশনের পক্ষ থেকে কাছাড় জেলার শালগঙ্গা এলাকার বাসিন্দা ৭১ বছর বয়সী শ্রীমতী স্মৃতি রানী ভট্টাচার্যের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বিগত কয়েক বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। উনার উন্নত চিকিৎসার জন্য সাহায্য করতে অন্যান্য দল সংগঠনকে আহ্বান জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডঃ প্রসেনজিৎ ঘোষ। আজকের এই মহানুভবতায় সামিল ছিলেন আরতি ঘোষ, অঙ্কিতা ঘোষ প্রমুখ। শ্রীমতী স্মৃতি রানী ভট্টাচার্যের পুত্র অভিজিৎ ভট্টাচার্য অনুদান গ্রহণ করেন। তবে অনুদান ই যেন শেষ নয়, মানুষ মানুষের জন্য আর সেই বাক্য বাস্তবে রূপ দিতে শেষ লড়াই অবধি উক্ত ফাউন্ডেশন এর পাশে দাঁড়ানো ই হলো শ্রেষ্ঠত্বের পরিচয়।