বরাক উপত্যকার গর্ব ওজস্বিনী কে অভিনন্দন
যুব বিচিত্রা,প্রতিনিধি, হাইলাকান্দি,১ মার্চ : আবারো বরাক উপত্যকার গর্ব ওজস্বিনী কে অভিনন্দন অনেকের। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে নিজের স্বপ্ন পূরণের পথে ওজস্বিনী। এবার “জি বাংলা” সিনেমার অভিনেত্রী র জায়গা দখল ওজস্বিনী র।হাইলাকান্দি জেলার কাটলিছড়ার মেয়ে ওজস্বিনী দেব ছয় বছর ধরে নিরলস পরিশ্রম, অসংখ্য অডিশন, আর বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে তিনি জায়গা করে নিয়েছেন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। কাটলিছড়া র ছোট শহর থেকে উঠে আজ বাংলা বিনোদন জগতে নিজের পরিচয় গড়তে চলেছেন তিনি। ওজস্বিনী দেবের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে, থিয়েটারের মঞ্চে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল তার, আর সেই আগ্রহকে বাস্তবে রূপ দিতে থিয়েটারে অংশগ্রহণ করেন। নিজেকে দক্ষ করে তুলতে লকডাউনের পর দিল্লির শ্রীরাম সেন্টার অফ পারফর্মিং আর্টসে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। সেখান থেকেই যে সুযোগ পায় দিল্লির আকাশবাণীতে প্রধান চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য। তবে ওজস্বিনীর স্বপ্ন ছিল বাংলা বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করা। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। অবশেষে তার পরিশ্রমের ফসল মিললো বিখ্যাত বাংলা এন্টারটেইনমেন্ট চ্যানেল ‘জি বাংলা’য় ‘মিত্তির বাড়ি’ নামের জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়েছেন ওজস্বিনী। এই সিরিয়ালে তিনি একজন উকিলের চরিত্রে অভিনয় করছেন। এদিকে, এবিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওজস্বিনী জানান, আমি এখনো সংগ্রামের পথে আছি, এখনো তেমন কিছু করতে পারিনি। তবে পরিচিত মহলের এত ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে আমি সত্যিই গর্বিত। চেষ্টা করবো আমার জন্মস্থানকে গর্বিত করতে। উল্লেখ্য, ওজস্বিনীর বাবা নীলকমল দেব পেশায় একজন শিক্ষক এবং মা রীতা দেব কাটলিছড়ার এক ব্যক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠান এনকে দেব অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা। তাঁরা কাটলিছড়ার সেন্ট্রাল রোডের স্থায়ী বাসিন্দা। তবে মেয়ে র সফলতায় খুশির জোয়ার পরিচিত মহলে।