৭ দিনের সফরসূচি শেষ করে দেওঘরে ফিরলেন সৎসঙ্গের প্রণেতা তথা বর্তমান আচার্য্য দেব অর্ক্যদুতি চক্রবর্তী

যুব বিচিত্রা, প্রতিনিধি, আগরতলা,১৬ ফেব্রুয়ারি: সৎসঙ্গ এর বর্তমান আচার্য্য দেব তথা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রেতোধারা র চতুর্থ পুরুষ পূজ্যপাদ আচার্য্য দেব (শ্রীশ্রী অর্ক্যদুতি চক্রবর্তী) এবং উনার তিন পুত্র সহ মাতৃ কে নিয়ে বরাক উপত্যকা এবং ত্রিপুরা রাজ্যে প্রায় ৭ দিন অতিক্রান্ত করলেন।

ঠাকুর পরিবারের শুভ পদার্পণ ঘিরে প্রস্তুতিতে খামতি ছিল না বরাক উপত্যকা এবং ত্রিপুরা রাজ্যে।সৎসঙ্গীদের মনে আধ্যাত্মিক প্রেরণা দিতেই মূলত এবারের পরিভ্রমণ ছিল ঠাকুর পরিবারের।

আধ্যাত্মিক প্রেরণা স্থল সৎসঙ্গ আজ দেশ – বিদেশে একপ্রকারের জোয়ার উঠেছে। পিছিয়ে নেই ভারত ও ।

এদিকে সৎসঙ্গের বর্তমান আচার্য্য দেব কে ত্রিপুরা সরকার রাজ্যিক প্রধান অতিথি হিসেবে ঘোষণা করলেন সরকারি ভাবে, এবং সবধরনের ভিভিআইপি ব্যবস্থা, সরকারের নিরাপত্তা কর্মী নিয়োগ এবং জেলা ম্যাজিস্ট্রেট দিয়ে প্রশাসনিক অভ্যর্থনা জানাতে ও দেখা গেছে।ত্রিপুরা সরকারের এহেন ভূমিকায় সৎসঙ্গীরা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারি থেকে রীতিমতো ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা অবধি ভক্তদের সঙ্গে আলোচনা এবং বিভিন্ন সমস্যার সমাধান দিতে তৎপর থাকেন সৎসঙ্গের বর্তমান আচার্য্য দেব সহ উনার দুই পুত্র।

এদিকে, বরাক উপত্যকা এবং ত্রিপুরা রাজ্যে বেশকটি সৎসঙ্গ কেন্দ্র এবং সৎসঙ্গ বিহারের শুভ উদ্বোধন করতে ও দেখা গেছে।

তৎসঙ্গে সৎসঙ্গের প্রধান পূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্য দেব “বাঁচা বাড়া – শান্তি স্বস্তি- আনন্দময় জীবনের লক্ষ্যে” আলোকপাত করে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন শৈলী মেনে চলার প্রেরণা দেন ভক্তদের।
বিরামহীন চেষ্টায় সৎসঙ্গের চতুর্থ পুরুষ পূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্য দেব সহ উনার স্ব- পরিবারকে বরণ করতে দেখা যায় প্রত্যেকটি সৎসঙ্গ মন্দিরের তরফে।
এদিকে ত্রিপুরা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী রা ও আচার্য্য দেব কে প্রণাম জানাতে ছুটে আসেন।

সবমিলিয়ে এই ৭ দিনের সফরসূচি তে অসম এবং ওড়িশা সহ বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিতে দেখা গেছে অনেক ভক্তদের।‌