শাস্ত্রীয় সংগীতে জাতীয় বৃত্তি পেল পদ্মপুরের দিব্যাঙ্গনা

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর ৩০জুলাই: এই বছরে CCRT (Centre for Cultural Resources and Training), New Delhi থেকে শাস্ত্রীয় সংগীতে জাতীয় বৃত্তি পেয়েছে পদ্মপুর, ধর্মনগরের কৃতী কন্যা দিব্যাঙ্গনা নাথ।দিব্যাঙ্গনা হলেন তবলা শিল্পী তরুণময় নাথ ও সংগীতশিল্পী মীনাক্ষী নাথের একমাত্র কন্যা। বর্তমানে তিনি দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়াস্থ পিএম-শ্রী জহর নবোদয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। উল্লেখযোগ্য যে, দিব্যাঙ্গনার পিতা তরুণময় নাথ ঐ বিদ্যালয়েরই একজন শিক্ষক।সাংগীতিক পরিবেশে বড় হয়ে ওঠা দিব্যাঙ্গনার সংগীত চর্চার হাতেখড়ি হয় তার মা, ১৯৯৬ সালে জাতীয় বৃত্তিপ্রাপ্ত শাস্ত্রীয় সংগীতশিল্পী মীনাক্ষী নাথের কাছে। তিনি ধর্মনগরের ‘কলা মণ্ডল’, ‘শ্রুতিপুরম’ এবং বিলোনিয়ার ‘কলা বিতান’-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।বর্তমানে দিব্যাঙ্গনা রাজ্যের বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক শ্রদ্ধেয় পদ্ম মৌলিশ্বর আদিত্যের কাছে নিয়মিতভাবে শাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছে। জাতীয় বৃত্তির পরীক্ষাও সে আদিত্যজির তত্ত্বাবধানেই সফলভাবে সম্পন্ন করে এবং সেই মাধ্যমে এই সম্মানজনক বৃত্তি লাভ করে।দিব্যাঙ্গনার এই অসাধারণ সাফল্যে ধর্মনগর সহ সমগ্র উত্তর ত্রিপুরা এবং বিলোনিয়া সহ দক্ষিণ ত্রিপুরা জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।তার এই সাফল্যের নেপথ্যে রয়েছে তার মা-বাবা, ঠাকুরদা-ঠাকুমা এবং ধর্মনগরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্তোষ সূত্রধরের অদম্য অনুপ্রেরণা।ত্রিপুরার সাংস্কৃতিক জগতে দিব্যাঙ্গনার এই কৃতিত্ব এক নতুন উদাহরণ হয়ে রইল।