যুব বিচিত্রা প্রতিনিধি,পাঁচগ্রাম,১২ ফেব্রুয়ারি: নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রাই কে উষ্ণ সংবর্ধনা পাঁচগ্রাম বিজেপি র পক্ষ থেকে। তৎসঙ্গে কিছু দাবী সম্বলিত স্মারকপত্র তুলে দেন মন্ত্রী কৌশিক রাই এর হাতে।
পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েত এর গুরুত্বপূর্ণ দুটি দাবী নিয়ে স্থানীয় জনতার হয়ে প্রাক্তন জিপি সভাপতি সূরজ সেন লিখিত স্মারকলিপি তুলে দেন মন্ত্রী কৌশিক এর হাতে। এতে গুরত্বপূর্ন দুটি দাবী র মধ্যে ছিল ১) পাঁচগ্রাম সন্তোষনগর কলোনি এবং পেট্রোল পাম্প সংলগ্ন কালিবাড়ি র বিপরীতে বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ । ২) পাঁচগ্রাম রাধারাণী কলোনী এবং সন্তোষ নগর কলোনী র নব নির্মিত পি.এম.ওয়াই কলোনী র প্রায় ১৮ পরিবারের জমির মেয়াদি পাট্টা প্রদান করার জন্য মূলত এই দুই দাবী নিয়ে রীতিমতো তৎপর হতে দেখা যায় পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েত এর প্রাক্তন সভাপতি সূরজ সেন সহ স্থানীয় বিজেপি কর্মীদের।
এদিন স্থানীয় বিজেপি কর্মীরা মন্ত্রী কৌশিক কে উষ্ণ সংবর্ধনা জানানোর পাশাপাশি একটি মেমেন্টো তুলে দিতে দেখা গেছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়কা মাল্লাহ, অর্পণা মালাকার,সুরোজিৎ সেন,সূরজ সেন, বিশ্বজিৎ রায়,অরুপ দাস,মিটন দাস সহ প্রমুখ।


