যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,৬ফেব্রুয়ারি: দুদিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় অসমের শিক্ষামন্ত্রী ড° রণোজ পেগু। ফের গুণোৎসব সফল করতে বরাক উপত্যকার কাছাড়- শ্রীভূমি-হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পদার্পণ করেন মন্ত্রী পেগু।
৬’ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ডঃ রণোজ পেগু শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও গুণোৎসব ২০২৫ কে কার্যকর করার লক্ষ্যে কাছাড় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার আধুনিক পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রথমে শিলচরের নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সকালের প্রার্থনা সভায় যোগদান করেন। তারপর কলেজ রোড সংলগ্ন এম. এম. বালিকা বিদ্যালয়ে, পরে শ্রীকোনার নবকুমার এম. ই. স্কুলে পৌঁছে শিক্ষামন্ত্রী ড° রণোজ পেগু ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি পঠন-পাঠনের কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং পঠোন্নতি পর্যালোচনা করনে।
এরপর তিনি দুপুরে শিলচর পলিটেকনিক পরিদর্শন করেন। এরপর তিনি শিলচরের রাধামাধব কলেজে উপস্থিত হন, সেখানে শিক্ষার্থী, অধ্যাপক ও প্রশাসনের কর্মকর্তারা তাঁকেও আন্তরিক সংবর্ধনা জানান। তারপর তিনি বলেন, “শিক্ষা শুধুমাত্র বই – পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়” বরং এটি ব্যাক্তি ও সমাজের ভবিষ্যৎ গঠনের অন্যতম মাধ্যম। জ্ঞান, শৃঙ্খলা ও অধ্যবসায় সফলতার মূল ভিত্তি। প্রতিটি শিক্ষার্থীকে আজীবন শিক্ষাগ্রহণের মানসিকতা বজায় রাখতে হবে। অসম সরকার প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং রাধামাধব কলেজের মতো প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
শিক্ষকরা প্রতিটি আলোকিত মনের রূপকার, আমি তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞ”। শিক্ষক মহল যেন ভবিষ্যত প্রজন্মকে সঠিক দিশা দেখিয়ে সমাজ এবং সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা বুঝিয়ে দেন প্রতিটি ছাত্র ছাত্রীদের দুদিনের বরাক সফরে এসে এমনটাই আহ্বান জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ড° রণোজ পেগু।