যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,২৬জুন: কাছাড় জেলার নিজ কাটিগড়া তৃতীয় খন্ডে জল সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অনিয়মিত ও দূষিত জল সরবরাহের ফলে চরম জলসংকটে ভুগছে এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা কাটিগড়া রাজস্ব চক্র আধিকারিকের কাছে এক স্মারকলিপি প্রদান করে প্রকল্পটির অব্যবস্থাপনার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রকল্পস্থলে ভাঙা গেট, পরিত্যক্ত যন্ত্রপাতি ও জলাধারের শোচনীয় অবস্থার কারণে প্রকল্পটি কার্যত অচল হয়ে পড়েছে। সরবরাহকৃত জল অনেক সময় কাদা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। সরকারি অর্থ বরাদ্দ সত্ত্বেও প্রকল্পের সুফল মিলছে না এমনটাই অভিযোগ এলাকাবাসীর। পাশাপাশি প্রকল্প পরিদর্শনের দাবি জানিয়ে কার্যকারিতা পুনরুদ্ধার ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার আহ্বান কাছাড় জেলা প্রশাসনের প্রতি।