যুব বিচিত্রা, প্রতিনিধি, হাইলাকান্দি,৫ফেব্রুয়ারি: হাইলাকান্দি তে ও ক্যান্সার সচেতনতা দিবস পালন। এ উপলক্ষে হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাইলাকান্দি নার্সিং কলেজে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগের আধিকারিক ও কর্মচারীদের উপস্থিতিতে এই সভায় ভাষণ দেন শিলচর মেডিক্যাল কলেজের ক্যান্সার সেন্টারের ডা:অহিমিক বিশ্বাস। তিনি তার আলোচনায় মুখ, স্তন ও জরায়ুর ক্যান্সারের পূর্ব লক্ষণ ও কী করে তা প্রতিরোধ করা যায় সে নিয়ে আলোকপাত করেন। এছাড়া তিনি সুস্থ জীবন যাপনের দিক নিয়েও আলোচনা করেন। এর আগে এক সচেতনতামূলক শোভাযাত্রা জাতীয় স্বাস্থ্য মিশনের হাইলাকান্দি কার্যালয় থেকে এস কে রায় সিভিল হাসপাতাল পর্যন্ত পূর্ত বিভাগীয় সড়ক পরিক্রমা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এডিসি লাইরহলু খেনতে অংশ নেন, সহযোগিতায় থাকেন জেলার প্রশাসনিক স্তরের কর্মকর্তারা।

