আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস
শুশীল কুমার সিনহা, বদরপুর,৪ ফেব্রুয়ারি: বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শিলচরের “ইনটাস ফাউন্ডেশন” এর উদ্যোগে ক্যান্সার রোগীদের মনোবল বৃদ্ধি করতে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন শিলচর মেহেরপুর একটি অস্থায়ী কার্যালয়ে।
এই আয়োজনে সচেতনতা সভা সহ ক্যান্সার রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, আলোচনা করা হয় কিভাবে নিজেকে এই রোগ থেকে নির্মূল বা অন্য কাউকে সংক্রামিত না করে সমাজকে ক্যান্সার রোগের আক্রমণ থেকে রক্ষা করা যায়।
“ইনটাস ফাউন্ডেশন” এর আয়োজন আজ সফলতা লাভ করে, আয়োজনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়


এই আয়োজনে বিশিষ্ট চিকিৎসক তথা সচেতনতা মূলক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ফুল কুমারী তালুকদার, ডাঃ সুভদ্রা গোয়ালা, ডাঃ ঋত্বিকা রাজেন্দ্র সহ অন্যান্য দের মধ্যে অভিজিৎ ভট্টাচার্য, সাহিদুল ইসলাম, এবং “ইনটাস ফাউন্ডেশন” এর কাউন্সিলর তাপ্রতী দেব রায়, মৌমিতা দাস সহ অনেক।
এছাড়াও প্রায় শতাধিক ক্যান্সার রোগী এবং তাদের অভিভাবক সহ স্থানীয় রা সামিল ছিলেন এই ব্যতিক্রমী আয়োজনে।
আয়োজনে সচেতনতা সভায় বিশিষ্ট চিকিৎসক রা বিশ্ব ক্যান্সার দিবসে প্রত্যেক রোগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের সুস্বাস্থ্য এবং রোগ নির্মূল এবং সংক্রামিত না করার উপায় তুলে ধরেন।
সবমিলিয়ে “ইনটাস ফাউন্ডেশন” এর এই উদ্যোগ সমাজে এক উন্নত এবং ক্যান্সার নির্মূলের বার্তা দেয়।