আল-তৈয়ীব ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সভা রাঙ্গাউটিতে

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,৪ ফেব্রুয়ারি: আল-তৈয়ীব ফাউন্ডেশনের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় রাঙ্গাউটিতে। সভায় ফাউন্ডেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা মওলানা আবুল খয়ের মহবুব বড়ভূইয়া বলেন, মরহুম আমিরে শরিয়ত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়ার স্বপ্ন ও চিন্তাভাবনা বাস্তবায়ন করতে আল -তৈয়ীব ফাউন্ডেশন গঠিত হয়। ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকে বাস্তবায়ন করতে জনসাধারণের সাহায্য-সহযোগিতা কামনা করেন তিনি।


সভায় দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিতে আল্লামা তৈয়ীবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট চার্চ পরীক্ষার আয়-ব্যয়ের হিসেব করা ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা এই পরীক্ষার ভূয়সী প্রশংসা করেন। বরাক উপত্যকাব্যাপী প্রথমবারের মতো এই পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান, কন্ট্রোলার, কো-অর্ডিনেটর, সুপারভাইজর, সেন্টার ইনচার্জ এবং প্রত্যেক সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ফাউন্ডেশনের কর্মকর্তারা মওলানা আবুল খয়ের মহবুব বড়ভূইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সভায় উপস্থিত ছিলেন আল-তৈয়ীব ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা মওলানা আবুল খয়ের মহবুব বড়ভূইয়া, চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম মাঝারভূইয়া, ভাইস-চেয়ারম্যান ড. হিফজুর রহমান লস্কর, ওয়ার্কিং প্রেসিডেন্ট মোস্তাক আহমদ, ডিরেক্টর মওলানা হায়দর হোসাইন নদভি, যুগ্মসঞ্চালক মওলানা আবু তৈয়ীব নুমান বড়ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মওলানা হিফজুর রহমান মজুমদার, মওলানা হাসানুজ্জামান মজুমদার, অফিস সেক্রেটারি আবুল কালাম বড়ভূইয়া প্রমুখ। মওলানা আবুল খয়ের মহবুব বড়ভূইয়া ফাউন্ডেশনের কর্মকর্তাদের নিয়ে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।