যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৯ আগস্ট :- ফের জব্দ অবৈধ বার্মিজ সিগারেট। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ধর্মনগর মহকুমার অন্তর্গত কৈলাশহর রোডের আনন্দবাজার নাকা পয়েন্ট থেকে প্রায় ৭০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করে ধর্মনগর পুলিশ। দীর্ঘদিন ধরেই পাচারকারীরা ধর্মনগর-কৈলাশহর জাতীয় সড়ক
ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি. জুরিমপুইয়া ধর্মনগর থানার পুলিশবাহিনী নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় একটি বলেরো পিকআপ ভ্যান আটক করে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। তবে অভিযানের মুখে গাড়ির চালক পালিয়ে যায়।
জানা গেছে, উদ্ধার করা অবৈধ সিগারেটগুলি শুল্ক দফতরের কাছে সমঝে দেওয়া হবে। এবং অভিযুক্ত কে আইনি প্রক্রিয়া সেড়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ধর্মনগর ও পানিসাগর থানার সীমান্ত এলাকা দিয়ে বার্মিজ সিগারেট পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই সিগারেট বিভিন্ন পথ ধরে রাজ্যের ভেতর ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে বাংলাদেশে
পাচার হয়। এই অভিযানে দীর্ঘদিন পর বড় সাফল্য পেল ধর্মনগর পুলিশ। সূত্রে জানা যায়, দামছড়া এলাকার কয়েকজন ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। ফলে প্রায়ই গোপন খবর থাকলেও পুলিশ সবসময় পদক্ষেপ নিতে পারে না। তবে ‘যুব বিচিত্রা’ র ধারাবাহিক অনুসন্ধানে বেরিয়ে আসবে বেশ কজন প্রভাবশালী র নাম।
এই সাফল্যের খবর পেয়ে ধর্মনগর পুলিশ সুপার কমল দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ধর্মনগর পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে সেই ব্যাপারে এবং পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে অবৈধ কারবারিদের খুব
শীঘ্রই করায়ত্ত করা হবে পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় রয়েছে বলে জানান পুলিশ সুপার দেববর্মা।