যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৪ ফেব্রুয়ারি: মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার বাঘবাসা থানাধীন বাঘবাসা নাকা পয়েন্ট এলাকায় ফের ব্রাউন সুগার সহ দুই যুবক আটক করে বাঘবাসা থানার পুলিশ। সাথে জব্দ করা হয়েছে AS10A2075 নম্বরের একটি অলটো গাড়ি। জানা গেছে সোমবার রাত আনুমানিক এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ (AS 10A 2075 ) নম্বরের একটি লাল রংয়ের অল্টো গাড়ি করে দুই যুবক আসামের শ্রীভূমি জেলার নিলামবাজার থেকে ত্রিপুরা রাজ্যের সোনামুড়ার উদ্দেশ্যে আসার পথে বাগবাসা থানার নাকা পয়েন্টে সংলগ্ন এলাকায় গাড়িটি পৌঁছালে সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা সন্দেহ মূলক গাড়িটিকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালায়। এতে পাঁচটি প্লাস্টিকের সাবানের বাক্সে আনুমানিক ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সাথে আটক করা হয় মাসরুফ হোসেন(২৩)পিতা মনা মিয়া,ও সোয়েব আক্তার (২৫)পিতা আমির মিয়া কে।জানা গেছে তাদের উভয়ের বাড়ি সোনামুড়া থানাধীন রাঙ্গামাটি চার নং ওয়ার্ড এলাকায়। অপরদিকে রাত আনুমানিক একটা নাগাত এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক। এরপর ধৃতদের গ্রেফতার করে নেশাদ্রব্য ও গাড়ি সমেত বাগবাসা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর তাদের আটকে রেখে জ্বোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।এতে পুলিশ জানতে পারে যে নিলামবাজার থেকে তারা এই নেশা সামগ্রী ক্রয় করে সোনামুড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এদিকে পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এনডিপিএস দ্বারায় একটি মামলা রজু করে ঘটনার তদন্তে নেমেছে। পরবর্তীতে আজ মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত যুবকদ্বয়’কে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করে পুলিশ।
হেরোইন সহ দুই যুবক গ্রেফতার
