যুব বিচিত্রা প্রতিনিধি,হাইলাকান্দি: হাইলাকান্দি জেলার আব্দুল্লাহপুর পুলিশের বেশ সাফল্য! বার্মিজ গরু সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয় ৭টি গরু। গোপন সূত্রের ভিত্তিতে আব্দুল্লাহপুর পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে ৭টি বার্মিজ গরু। সম্প্রতি, নিজ বর্নালপুর প্রথম খণ্ড থেকে অভিযান চালিয়ে ৭টি বার্মিজ গরু উদ্ধার করতে সক্ষম হয় আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বীর কুমার সিং। এ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল৷ কিন্তু এবার তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অবশেষে তদন্ত অব্যাহত রয়েছে কারা এই গরু সরবরাহে চক্রে জড়িত? ইতিমধ্যে বেরিয়ে আসবে আসল রহস্য বললেন ফাঁড়ির ইনচার্জ। আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির এ উদ্যোগ কে সাধুবাদ জানান গো – ভক্তরা।
বার্মিজ গরু সিন্ডিকেটের বিরুদ্ধে আব্দুল্লাহপুর পুলিশের তল্লাশি অভিযান, আটক ৭টি গরু সহ লরি
