জাঁকজমকভাবে সরস্বতী পূজা উদযাপন কাটলিছড়ায়, উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত পড়ুয়াদের মধ্যে

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,৩ফেব্রুয়ারি: এবার ব্যতিক্রমী দুদিনব্যাপী আয়োজন ছিল সরস্বতী পূজার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে রবিবার দুপুরে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের পূজার্চনা র সূত্রপাত হয়ে রবিবার সারাদিন শেষে সোমবার সকাল ১১ টা নাগাদ পঞ্চমী সমাপ্ত হয়। তবে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার সকালে ই আয়োজন করেন মায়ের পূজার্চনা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সর্বত্র সরস্বতী পূজার আয়োজন সুসম্পন্ন হয়।বাদ পড়েনি কাটলিছড়া ও। কাটলিছড়া উন্নয়ন খণ্ডের গোবিন্দ চাঁদ মধ্যবঙ্গ বিদ্যালয়ে (জি.সি.এম.ভি. স্কুল)। সকাল ৯ ঘটিকার সময় অধ্যক্ষ মহোদয়, শিক্ষক-শিক্ষিকাগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ আমন্ত্রিত অতিথি প্রদীপ পাল ও রাইহান তাপাদারের উপস্থিতিতে সরস্বতী পূজা সম্পন্ন হয় সোমবার। এ পূজা অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ভক্তদের উপস্থিতি চোখে পড়ে। স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা, অভিভাবক সহ স্থানীয় বাসিন্দা পূজায় যোগদান করেন। স্কুলের অধ্যক্ষ প্রনব দেব সম্পূর্ণ সরস্বতী পূজার কার্যসূচী খুবই সুন্দরভাবে পরিচালনা করেছেন।

পূজা সম্পন্ন হওয়ার পর প্রসাদ বিতরণ হয়। প্রসাদে সাথে আয়োজন করা হয় খিচুড়ি, ফল, পুরিসব্জি, পায়েস ইত্যাদি। সম্পূর্ণ পুজা অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয়ের সাথে স্কুলের স্টাফ পুরোপুরিভাবে সহযোগিতা করেন। এ অনুষ্ঠানে প্রত্যেক ছাত্রীরা লাল পাড় শাড়ি পরে এসে অনুষ্ঠানটি আরও সুন্দর করে তুলেন। অভিভাবক সহ স্থানীয় জনগণ স্কুলের পূজা সহ সম্পূর্ণ অনুষ্ঠানের কার্যসূচী দেখে সাধুবাদ জানান স্কুলের অধ্যক্ষ মহোদয় সহ সহকর্মী শিক্ষক-শিক্ষিকাগণ কে। সরস্বতী পূজার প্রস্তুতি মূলত স্কুল পড়ুয়াদের মনেই একটা আবেগ প্রবণতায় উৎসাহ উদ্দীপনায় মাতোয়ারা করে তোলে। যা অতীতের পরম্পরা আজ ও সর্বত্র বিদিত।